গ্যারি কার্স্টেন, দক্ষিণ আফ্রিকার এই মানুষটাকেই ভারতবাসী ভালবাসায় ভরিয়ে দিয়েছিল এক সময়। আজ থেকে সাত বছর আগে তাঁর কোচিংয়ে মহেন্দ্র সিং ধোনির ভারত বিশ্বকাপ পেয়েছিল। ৫১ বছরের এই কেপটাউন নিবাসী চাইছেন এবার ভারতীয় মহিলা দলের দায়িত্ব নিতে। প্রাক্তন প্রোটিয়া খেলোয়াড় ও কোচ মিতালি-হরমনপ্রীতদের হেডস্যার হতে চেয়ে আবেদনপত্রও পাঠিয়ে দিয়েছেন বোর্ডের কাছে। এমনটাই রিপোর্ট টাইমস অফ ইন্ডিয়ার।
ভারতীয় মহিলা দলের কোচ বাছাইয়ের জন্য গত মঙ্গলবার অ্যাড-হক কমিটি গঠন করেছে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স সিওএ। ক্রিকেটার কপিল দেব, অংশুমান গায়কোয়াড় ও এস রঙ্গস্বামীকে নিয়েই গঠিত হয়েছে তিন সদস্যের এই কমিটি। হার্শেল গিবস, মনোজ প্রভাকর, দিমিত্রি মাসক্যারেনহাস, ওয়েস শাহ ও ডেভ হোয়াটমোরের মতো প্রাক্তন ক্রিকেটাররা ইতিমধ্যেই কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করে বায়োডেটা পাঠিয়েছেন বোর্ডকে। এমনকি রমেশ পাওয়ারও ফের আবেদন করছেন কোচ হওয়ার জন্য়। এই তালিকায় নবতম সংযোজন কার্স্টেন। অন্যদিকে শোনা যাচ্ছে কিংস ইলেভেনে পাঞ্জাবের কোচ মাইক হেসনও নাকি এই পদে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।
আরও পড়ুন: “বিরাট কোচ বেছে নিতে পারলে, হরমনপ্রীত কেন পারবেন না?”
এখনও পর্যন্ত কোচের পদের জন্য যাঁরা আবেদন করেছেন তাঁদের মধ্যে কার্স্টেনই পছন্দের তালিকায় সবার ওপরে আছেন বলে খবর। কপিলদের কমিটি আগামী ২৪ জানুয়ারির মধ্যেই ভারতীয় মহিলা দলের নতুন কোচের নাম ঘোষণা করে দেব বলে মনে করা হচ্ছে। ভারতীয় দল এরপরেই নিউজিল্যান্ডে উড়ে যাবে। কিউয়িদের বিরুদ্ধে তিনটি ওয়ান-ডে ও তিনটি টি-২০ খেলবেন হরমনপ্রীতরা।
গত জুলাইতে বরোদার অল-রাউন্ডার তুষার আরোঠের বিতর্কিত বিদায়ের পরে পাওয়ারকে অন্তর্বতী কোচ করে মিতালিদের মাথায় বসায় বোর্ড। তুষারের সঙ্গে সিনিয়র ক্রিকেটারদের কোচিং পদ্ধতি নিয়ে মতপার্থক্য দেখা গিয়েছিল শেষের দিকে। এর জেরে পদত্যাগ করতে বাধ্য হন তুষার। পাওয়ারের পরিণতিও খানিকটা সেই পথেই ঘটল। ঘটনার সূত্রপাত সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে দল থেকে মিতালিকে বাদ দেওয়া নিয়ে। মিতালির সঙ্গে কোনও আলোচনা না-করেই পাওয়ার তাঁকে বাদ দিয়েই নির্বাচিত একাদশ সাজিয়েছিলেন বলেই অভিযোগ উঠেছিল। অথচ মিতালি ছিলেন পুরোপুরি ফিট।