Pakistan Cricket Team Head coach: ভারতে তিনি এসেছিলেন, দেখেছিলেন এবং জয় করেছিলেন! মহেন্দ্র সিং ধোনি জমানায় গ্যারি কার্স্টেন ভারতকে।বিশ্বকাপ জয়ের স্বাদ এনে দিয়েছিলেন। শ্রীলঙ্কাকে ফাইনালে হারিয়ে ওয়াংখেড়েতে ঐতিহাসিক জয় পেয়েছিল টিম ইন্ডিয়া।
ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ-ই এবার দায়িত্ব নিলেন পাকিস্তান ক্রিকেট দলের। টি২০ বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটারকে সীমিত ওভারের ফরম্যাটে হেড কোচ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। টেস্টের হেড কোচ হয়েছেন জেসন গিলেসপি।
তবে গিলেসপি নন, বিশ্ব ক্রিকেটে হঠাৎ ট্রেন্ডিং প্রোটিয়াজ হেড স্যার। ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করার পর দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের হেড কোচ হয়েছিলেন দু-বছর। আইপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজির স্যার হিসাবে দেখা গিয়েছে তাঁকে। এমনকি চলতি আইপিএলেও গুজরাট টাইটান্স-এর মেন্টর গুরু গ্যারি। সেই কার্স্টেনকেই কোচ করে চমক দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
দায়িত্ব পাওয়ার পর গ্যারি কার্স্টেনের প্রথম আন্তর্জাতিক এসাইনমেন্টই টি২০ বিশ্বকাপ। জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন মুলুকে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে পাকিস্তান ৯ জুন খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে।
বিশ্বকাপের ভারতের বিরুদ্ধে পাকিস্তানের হেড টু হেড ফলাফল শোচনীয়ভাবে খারাপ। ওয়ানডে বিশ্বকাপে ভারত এখনও অপরাজেয়। তবে টি২০ বিশ্বকাপে বছর দুয়েক আগে ভারতকে প্ৰথমবার হারান বাবর আজম-রিজওয়ানরা। ভারতের বিরুদ্ধে আসন্ন বিশ্বকাপে রেকর্ড উন্নীত করতে পারবে কার্স্টেনের পাকিস্তান, সেদিকে নজর থাকবে।
এদিকে, জেসন গিলেসপি আবার ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে সাফল্যের সঙ্গে কোচিং করিয়েছেন। সাউথ অস্ট্রেলিয়ায় দীর্ঘদিন কোচিং করানোর পর কাউন্টিতে অজি প্রাক্তন স্পিডস্টার হেড কোচ ছিলেন ইয়র্কশায়ার, সাসেক্সের।
ক্রিকেট কেরিয়ারে গিলেসপি আন্তর্জাতিক মঞ্চে ৭১ টেস্ট, ৯৭ ওয়ানডে এবং একটি টি২০ খেলেছেন। তিন ফরম্যাটে তাঁর উইকেট সংখ্যা যথাক্রমে ২৫৯, ১৪২ এবং ১টি। কেরিয়ারের শেষ টেস্টে গিলেসপি বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতে ডাবল হান্ড্রেড-ও হাঁকিয়েছেন।
পাকিস্তানের প্রাক্তন তারকা আজহার মাহমুদকে জাতীয় দলের সহকারী কোচ বাছা হয়েছে।