/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/sreesanth-gautam-gambhir.jpg)
ফের বিতর্কে গম্ভীর-শ্রীসন্থ (টুইটার)
লিজেন্ডস লিগ ক্রিকেট লিগে গুজরাট জায়ান্টস বনাম ইন্ডিয়া ক্যাপিটালস ম্যাচ চলাকালীন গম্ভীর তাঁকে কী বলেছেন, তা অবশেষে প্রকাশ্যে জানিয়ে দিলেন এস শ্রীসন্থ।
বৃহস্পতিবার ইনস্টাগ্রাম লাইভ ভিডিওয় শ্রীসন্থ জানালেন, "প্রতারক, প্রতারক, তুই একটা প্রতারক। দূর হ.. গম্ভীর এমনটা বলেই চলেছিল। টিভিতে লাইভ ম্যাচের সময় উইকেটের মাঝে দাঁড়িয়ে এরকম কন্টিনিউ করছিল গম্ভীর। লাইভ টিভিতে এই ভাষাতেই কথা বলছিল ও। এমনকি আম্পায়াররা ওঁকে শান্ত করতে গেলেও ও একই কথা বলে।চলেছিল।"
"ওঁকে আমি একটাও খারাপ শব্দ, গালিগালাজ করিনি। আমি স্রেফ বলছিলাম, কী বলছ কী তুমি? তারপর শ্লেষ মেশানো হাসি উপহার দি।"
— IndiaCricket (@IndiaCrick18158) December 7, 2023
এলএলসি-তে গম্ভীর-শ্রীসন্থের দ্বন্দ্বযুদ্ধের অবতারণা ঘটে দ্বিতীয় ওভার চলাকালীন। সেই ওভারে শ্রীসন্থকে পরপর দু-বলে বাউন্ডারিজ ওভার বাউন্ডারি হাঁকান। পরের বলে গম্ভীরের শট সরাসরি ফিল্ডারের হাতে জমা হয়। এরপরই শ্রীসন্থকে কিছু বলতে শোনা হয়। পাল্টা দেন গম্ভীর-ও।
শ্রীসন্থের কেরিয়ারের কালো দাগ ছিল ২০১৩-র আইপিএল। সেই সময় দিল্লি পুলিশ অভিযোগ করে বলেছিল শ্রীসন্থ এবং আরও দুই তারকা স্পট ফিক্সিংয়ে জড়িত ছিলেন আইপিএলে। পরে দিল্লির আদালত থেকে সমস্ত অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়।
বুধবার বিতর্কিত ম্যাচের পরেই শ্রীসন্থ একটি ভিডিও পোস্ট করেন। জানান, গম্ভীরের সঙ্গে তাঁর ঝামেলার কথা। তবে গম্ভীর কী বলেছিলেন, সেই বিষয়ে খোলসা করেননি। টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিডস্টারকে সেই ইন্সটা-ভিডিওয় বলতে শোনা যায়, “মিস্টার ফাইটারের সঙ্গে কী হয়েছে, তা নিয়ে স্পষ্ট করে দিতে চাই। একজন যে সবসময় নিজের সতীর্থদের সঙ্গে লড়াই করে, কোনও কারণ ছাড়াই। এমনকি নিজের দলের সিনিয়র প্লেয়ার,
বীরুকেও সম্মান জানায় না। এটাই আজকে হল। ও আমাকে এমন কিছু কড়া কথা বলে চলেছিল যেটা মিস্টার গৌতম গম্ভীরের বলা উচিত নয়।”
"আমি মোটেই এখানে দোষী নয়। সেটাই সোজাসুজি বলতে চাইছি। গৌতি কী করেছে, সেটা সবাই খুবসল শিগগিরই জানতে পারবেন। ম্যাচ চলাকালীন ওঁর মুখ থেকে যে কথা বেরিয়েছে, সেটা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। আমার পরিবার, আমার রাজ্য, প্রত্যেকেই এত খারাপ অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে। সকলের সমর্থন নিয়ে এই লড়াই আমি চালিয়ে গিয়েছি। এখন কিছু মানুষ আমাকে আবার টেনে নামাতে চাইছে কোনও কারণ ছাড়াই। ও যেটা বলেছে, সেটা মোটেও বলা উচিত হয়নি। আমি আপনাদের জানাব, ও কী বলেছে।”
এমনকি গম্ভীরকে একহাত নেওয়ার সময় আইপিএলের সময় কোহলির সঙ্গে দ্বৈরথ নিয়েও খোঁচা দিতে ছাড়েননি শ্রীসন্থ, “মানুষদের প্রতিনিধিত্ব করে লাভ কী যদি কেউ নিজের সতীর্থদের সঙ্গেই ঝামেলা করে। এমনকি লাইভ সম্প্রচারের সময়েও ওঁকে বিরাটকে নিয়ে প্রশ্ন করলে চুপ থাকে। ও অন্য কথা বলতে শুরু করে দেয়। আমি খুব বেশি গভীরে ঢুকতে চাইছি না। আমি স্রেফ এটাই বলব, আমি তো বটেই আমার পরিবার, আমার একান্ত ব্যক্তিরাও দারুণভাবে আহত। আর ও যা বলেছে, সেটা আরও খারাপ। আমি কিন্তু একটাও অপশব্দ বা গালিগালাজ ব্যবহার করিনি। ও যেটা করে থাকে, সেভাবেই বারবার বলেই চলেছিল।"