Advertisment

Gautam Gambhir Addresses India's Dressing Room: নির্দেশ না মানলেই এবার বাদ টিম ইন্ডিয়া থেকে! টিম মিটিংয়ে এবার ফুঁসে উঠে নিয়ন্ত্রণ নিলেন কোচ গম্ভীর

India vs Australia Border Gavaskar Trophy: ব্যাটিংয়ের রোহিতের অফফর্ম নেতা হিসেবে সাহসী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে ধরা দিয়েছে। ব্যাটিং কোচ অভিশ্বক নায়ারের ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Gambhir Rohit rift

Gautam Gambhir: টিম নিয়ে বড় সিদ্ধান্ত গৌতম গম্ভীরের (টুইটার)

Gautam Gambhir Addresses India's Dressing Room: মেলবোর্নে লজ্জাজনকভাবে আত্মসমর্পণ করার পরেই সোমবার আর নিজেকে সংযমী রাখেননি গৌতম গম্ভীর। টিম মিটিংয়েই গোটা স্কোয়াডকে বলেন, অনেক হয়ে গিয়েছে, আর বরদাস্ত করবেন না। কারোর নাম উল্লেখ করেননি। তবে দলের বেশ কিছু তারকা যেভাবে ন্যাচারাল গেমস-এর অজুহাতে দলের পরিস্থিতি বিবেচনা না করে দলকে বিপদে ফেলেছেন, তাঁদের জন্যই এবার খড়গহস্ত হতে চলেছেন টিম ইন্ডিয়া হেড কোচ।

Advertisment

গত ৯ জুলাই হেড কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তারপর ক্রিকেটারদের স্বাভাবিক খেলায় হস্তক্ষেপ করেননি। তবে এবার তিনি সাফ জানিয়ে দিয়েছেন, প্রত্যেককে তাঁর তৈরি করা কৌশল অনুযায়ী খেলতে হবে। যাঁরা পূর্বনির্ধারিত স্ট্র্যাটেজি অনুসরণ করতে খেলতে পারবেন না। তাঁদের 'ধন্যবাদ' বলে বিদায় জানানো হবে।

বর্ডার গাভাসকার ট্রফিতে এই মুহূর্তে পিছিয়ে পড়েছে ভারত। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাক সংকটে। এমন অবস্থায় সোজাসুজি টিম মিটিংয়ে বলে দিয়েছেন, কীভাবে দলের তৈরি করা কৌশলের বাইরে গিয়ে বেশ কয়েকজন নিজেদের মত খেলতে গিয়ে বিপদে ফেলে দিয়েছেন।

বিরাট কোহলি লাঞ্চের ঠিক আগেই অফস্ট্যাম্পের বল তাড়া করতে গিয়ে আউট হয়ে গিয়েছেন। ঋষভ পন্থ মেলবোর্ন টেস্টে পেসারকে ল্যাপ শট হাঁকাতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন। আবার দ্বিতীয় ইনিংসে পার্টটাইম স্পিনারকে পুল করতে গিয়ে আউট হয়েছেন। শর্ট বলে নির্ধারিত ফিল্ডিং সেট করে সত্ত্বেও যশস্বী জয়সওয়াল হুক করতে গিয়ে উইকেট হারিয়েছেন। ক্যাপটেন রোহিত শর্মা আবার একদমই ফর্মে নেই।

Advertisment

এমনিতে গোটা বর্ডার গাভাসকার ট্রফি জুড়েই ভারতীয় ক্যাম্পে বিবাদের খবর প্রকাশ্যে এসেছে। চলতি সিরিজে চেতেশ্বর পূজারাকে দলে চেয়েছিলেন কোচ গৌতম গম্ভীর। তবে দলের রূপান্তর পর্বের কারণ দেখিয়ে নির্বাচক মন্ডলীরা সায় দেননি গম্ভীরের সঙ্গে। এমনকি পারথে জয়ের পরেও গম্ভীর পূজারাকে নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন।

দলের বেশ কয়েকজন আবার অধিনায়কত্ব নিয়ে প্রত্যাশী রয়েছেন। তাঁদের ব্যক্তিগত ইচ্ছা দলের সামগ্রিক ইচ্ছাপূরণ-এ বাধা হয়ে দাঁড়িয়েছে। রোহিত নিজে কেরিয়ারে পূর্ণচ্ছেদ ঘোষণা করতে পারেন সিডনি টেস্টের পর। তবে কোনওভাবে সিডনি টেস্টে জয়লাভ করলে ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করে তাহলে রোহিতের বিদায়ের বিলম্বিত হতে পারে।

একজন সিনিয়র তারকা আবার দলের এই সংকটকালে অন্তর্বর্তীকালীন অধিনায়কের ভূমিকা পালন করতে ইচ্ছুক। দলের তরুণরা এখনও নেতৃত্বে দিতে প্রস্তুত নন বলেই মত তাঁর। দলে সরাসরি কোনও কোন্দল নেই। তবে পরিবেশ মোটেও আদর্শ নয়। গম্ভীর প্ৰথম টেস্টে ওয়াশিংটন সুন্দর এবং হর্ষিত রানাকে অন্তর্ভুক্ত করেন। সেটাও সর্বসম্মতিক্রমে নেওয়া সিদ্ধান্ত ছিল না। তবে টেস্টে লম্বা স্পেলে বল করার মত ফিটনেস হর্ষিতের রয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। ব্যাটিংয়ের রোহিতের অফফর্ম নেতা হিসেবে সাহসী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে ধরা দিয়েছে।

ব্যাটিং কোচ অভিষেক নায়ারের ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে। দলে যে সবকিছু ঠিকঠাক নেই, তাঁর অকাট্য প্রমাণ হিসেবে আবির্ভাব ঘটেছে সিরিজের মাঝপথে রবিচন্দ্রন অশ্বিনের অবসর। অশ্বিনের বাবা প্রকাশ্যেই টিম ইন্ডিয়ায় তারকা পুত্রের অপমানে সরব হয়েছেন। যদিও বিষয়টি পরে লঘু করেছেন স্বয়ং অশ্বিন। তবে পুরো বিষয় নিয়ে ধোঁয়াশা রয়েছে। সবমিলিয়ে গত কয়েকটা সিরিজ জুড়েই ভারতীয়দের পারফরম্যান্সের ঘাটতি অন্তর্ঘাতের সম্ভবনা আরও বাড়িয়ে দিয়েছে।

Team-India Indian Team Border-Gavaskar Trophy Gautam Gambhir Team India Indian Cricket Team India Cricket Team Team India
Advertisment