Advertisment

Gambhir interview: জাহিরকে বোলিং কোচ করুক গম্ভীর! টিম ইন্ডিয়ার হেড কোচ নিশ্চিত হতেই পাকিস্তান থেকে বড় পরামর্শ

BCCI head coach job: জাহির খান কি টিম ইন্ডিয়ায় ফিরছেন বড় দায়িত্ব নিয়ে

author-image
IE Bangla Sports Desk
New Update
Zaheer Khan, Gautm Gambhir, জাহির খান, গৌতম গম্ভীর,

Zaheer Khan-Gautm Gambhir: বামদিকে জাহির খান ও ডানদিকে গৌতম গম্ভীর। (ছবি-টুইটার)

BCCI head coach job: দ্রাবিড় জমানায় ফাইনালে জিততে না পারলেও একদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারত দুর্দান্ত খেলেছে। রোহিত-কোহলিদের খেলা দেখে মনে হয়েছে, ভারত বিশ্বের অপরাজেয় দল। সেই কোচ দ্রাবিড় তাঁর জাতীয় দলের কোচের চাকরি ছাড়ছেন চলতি টি-২০ বিশ্বকাপের পরেই। তাঁর পর, 'সেরা' পারফরম্যান্স দিয়েছেন, এমন কোনও কোচকেই খুঁজছে বিসিসিআই। তিনি আর কেউ নন, আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর। এমনটাই মনে করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের ভাষায়, গম্ভীরই 'দ্রাবিড়ের পরে সেরা'।

Advertisment

এর পাশাপাশি, ভারতের জন্য উপযুক্ত বোলিং কোচের সন্ধান করছে বিসিসিআই। এমনিতে হেড কোচ যিনি থাকেন, তিনিই বাকি কোচিং টিম তৈরি করে নেন। বলা ভালো, বাকি কোচিং টিম তৈরিতে তাঁর মতামতকেই গুরুত্ব দেয় বিসিসিআই। কারণ, একটাই। যাতে দল নিয়ন্ত্রণে হেড কোচের কোনও অসুবিধা না হয়। সেই হিসেবে, ভারতের বোলিং কোচ কে হবেন, তা ঠিক করাটা হেড কোচ স্থির করার পরেই করার কথা। তবে, এখনও আনুষ্ঠানিকভাবে কাউকে ভারতীয় দলের হেড কোচ ঘোষণা করা হয়নি। কিন্তু, তার আগেই উঠে এল বোলিং কোচ হিসেবে আশিস নেহরা এবং জাহির খানের নাম।

যা থেকে স্পষ্ট গৌতম গম্ভীরকে ভারতীয় দলের হেড কোচ করা এখন স্রেফ সময়ের অপেক্ষা। আর, গম্ভীরের সঙ্গে কথা বলার পরেই নেহরা এবং জাহির খানের নাম, জাতীয় দলের বোলিং কোচ হিসেবে উঠে এসেছে। ভারতের টি-২০ এবং একদিনের বিশ্বকাপজয়ী দলের সদস্য গম্ভীর মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্রিকেট প্রশাসনিক কমিটি (সিএসি)-র সদস্যদের কাছে ইন্টারভিউ দিয়েছেন। তাঁর সঙ্গেই প্রধান কোচ পদে প্রার্থী হিসেবে ডব্লিউ ভি রমনও ইন্টারভিউ দিয়েছেন। পদপ্রার্থীদের তালিকায় আছে অপ্রকাশিত বিদেশি কোচের নামও।

গম্ভীর সরাসরি কোচ হিসেবে কাজ না করলেও মেন্টর হিসেবে কাজ করেছেন। আর, তাতেই এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছেন। যার মানে, গম্ভীর জানেন যে একটা দলকে কীভাবে সাফল্যের রাস্তায় পৌঁছে দিতে হয়। অধিনায়ক হিসেবেও তাঁর নেতৃত্বে কেকেআর দু'বার আইপিএল জিতেছে। অধিনায়ক এবং মেন্টর হিসেবে গম্ভীরের ভূমিকার প্রশংসা করেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আক্রম। তিনি গম্ভীরের সঙ্গে কেকেআরে কাজের অভিজ্ঞতা থেকে এই প্রশংসা করেছেন।

আরও পড়ুন- গম্ভীরকে জিজ্ঞাসা তিন প্ৰশ্ন! হেড কোচের ইন্টারভিউয়ের গোপন তথ্য ফাঁস, কী জবাব দিলেন মহাতারকা

গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমলও। তিনি মনে করেন যে, দ্রাবিড়ের পরে গম্ভীরই ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য কোচ হিসেবে সেরা নাম। আকমলের কথায়, 'গম্ভীর যেটা ছোঁয়, সেটাই সোনা হয়ে যায়। ও যে দলে যোগ দেয়, সেই দলই সফল হয়। টিম ইন্ডিয়ার কোনও বিদেশি কোচের দরকার নেই। ওদের কাছে প্রচুর প্রতিভা আছে। দ্রাবিড়ের পর গৌতম গম্ভীরের চেয়ে সেরা এবং বড়মাপের কোচ আর কেউ হতেই পারে না। গম্ভীর একজন বড় খেলোয়াড়। একজন দুর্দান্ত কোচও। ওই এই মুহূর্তে হেড কোচ হিসেবে ভারতের কাছে সেরা বিকল্প।'

Gautam Gambhir BCCI Rahul Dravid Indian Cricket Team Indian Team
Advertisment