Advertisment

Gautam Gambhir: গম্ভীর রগচটা, মোটেও সফল হবেন না! ভারতের হেড কোচকে এবার 'অভিশাপ' পাক কিংবদন্তির

Gautam Gambhir anger Issues: দ্রাবিড়ের মত ঠান্ডা মাথার নন, তাই সফল-ও হবেন না গম্ভীর, বড় মন্তব্য পাকিস্তানি কিংবদন্তির

author-image
IE Bangla Sports Desk
New Update
Gautam Gambhir, Team India, গৌতম গম্ভীর, টিম ইন্ডিয়া,

Gautam Gambhir-Team India: অতি সম্প্রতি গৌতম গম্ভীরকে ভারতীয় দলের কোচ নিযুক্ত করা হয়েছে। (ছবি- টুইটার)

Gautam Gambhir appointed as Team India head coach: গৌতম গম্ভীরের প্রচণ্ড রাগ। তিনি রাহুল দ্রাবিড়ের মত সফল হতে পারবেন না। ভারতীয় দলের কোচ হওয়ার পর গৌতম গম্ভীরের সম্পর্কে এমন মন্তব্যই করতে শোনা গেল পাকিস্তানের প্রাক্তন তারকা বাসিত আলিকে। বাসিতের ধারণা, ভারতীয় দলের ড্রেসিংরুম সামলানোটাই গম্ভীরের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। প্রাক্তন পাক ক্রিকেটার মনে করেন, দ্রাবিড়ের ব্যাপারটা আলাদা ছিল। তিনি ভারতীয় দলের কাছে 'ফাদার ফিগার' ছিলেন। সেখানে, গম্ভীরের সঙ্গে খেলা ক্রিকেটাররা বর্তমান ভারতীয় দলে খেলছেন। সেই কারণে টিম ইন্ডিয়ার নতুন কোচের ড্রেসিংরুম সামলাতে বেশ বেগ পেতে হবে বলেই বাসিত আলির ধারণা।

Advertisment

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি তাঁর ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছেন যে আইপিএলের দল সামলানো আর টিম ইন্ডিয়া সামলানো এক ব্যাপার। এবারে আইপিএল কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ছিলেন গম্ভীর। তাঁর দল বহু বছর পর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে অধিনায়ক হিসেবে গম্ভীর দু'বার কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-কে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন গম্ভীর। আর, সেই কারণেই গম্ভীরের প্রতি বিশেষ আস্থাশীল বিসিসিআই সচিব জয় শাহ। তিনি মনে করেছেন দ্রাবিড়ের ছেড়ে যাওয়া কোচের আসন সামলানোর জন্য গম্ভীরই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি।

সামনেই ভারতীয় দলের শ্রীলঙ্কা সফর। সেখান থেকেই গম্ভীরের কোচিংয়ের পরীক্ষা শুরু হবে। সেই প্রসঙ্গ টেনে বাসিত জানিয়েছেন, শ্রীলঙ্কা, বাংলাদেশের সঙ্গে সিরিজে গম্ভীর বুঝে যাবেন যে টিম ইন্ডিয়ার কোচিং করানোর ব্যাপারটা মোটেও সহজ নয়। আর, নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে তিনি কোচ হিসেবে সবচেয়ে বিপদে পড়বেন বলেই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের ধারণা। ইতিমধ্যেই ভারতীয় দলে বিরাট কোহলির সঙ্গে গম্ভীর কতটা সুসম্পর্ক রাখতে পারবেন, তা নিয়ে জল্পনা অব্যাহত। সেই প্রসঙ্গ আরও উসকে দিয়েছেন বাসিত।

আরও পড়ুন- ৫ কেজি রুপো, গ্যারেজে অডি, BMW! প্রতি মাসেই আয় কোটি কোটি! গম্ভীর নাকি দ্রাবিড়- কে বেশি ধনী

যদিও বাসিত মনে করছেন যে কোহলির সঙ্গে গম্ভীরের সম্পর্কের টানাপোড়েন অতীতের অধ্যায়। এখন দু'জনেই যখন টিম ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করবেন, তখন আর সেই টানাপোড়েন থাকবে না। গম্ভীর আর কোহলি, দু'জনেই চেষ্টা করবেন জাতীয় দলের হয়ে তাঁদের সেরাটা দিতে। কিন্তু, বাসিত মনে করছেন যে বড় দলের বিরুদ্ধে টিম ইন্ডিয়া হারবে, তখনই গম্ভীরের আসল বা কড়া চেহারাটা বেরিয়ে আসবে। তখনই ভারতীয় দলের ড্রেসিরুম সামলাতে গম্ভীরকে হিমশিম খেতে হবে বলেই প্রাক্তন পাক ক্রিকেটার মনে করছেন।

cricket Team India Rahul Dravid Gautam Gambhir Indian Cricket Team Pakistan Cricket
Advertisment