Advertisment

বিরাটদের সতর্ক করলেন গম্ভীর, বললেন রোহিতের কাজটাও সহজ নয়

ওভালে নামার আগে বিরাট কোহলিদের সতর্ক করলেন গৌতম গম্ভীর। ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী তারকা সাফ জানিয়ে দিলেন যে রোহিত শর্মাকেও লড়তে হবে এদিন। দ্য টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত কলামে এমনটাই জানিয়েছেন

author-image
IE Bangla Web Desk
New Update
Rohit Sharma presents autographed hat to fan who got hit by his six at Edgbaston

ম্য়াচের পর মহিলা ফ্য়ানের মন ভাল করে দিলেন রোহিত

ওভালে নামার আগে বিরাট কোহলিদের সতর্ক করলেন গৌতম গম্ভীর। ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী তারকা সাফ জানিয়ে দিলেন যে রোহিত শর্মাকেও লড়তে হবে এদিন। দ্য টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত কলামে এমনটাই জানিয়েছেন গৌতি।

Advertisment

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একেবারে ক্লিনিক্যাল পারফরম্যান্সেই বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেয়েছিল ভারত। সাউথ্যাম্পটনে জ্বলে উঠেছিলেন ভারতের ওপেনার রোহিত শর্মা। ১৪৪ বলের অপরাজিত ১২২ রানের ইনিংস খেলেছিলেন হিটম্যান। প্রথম বল থেকে শেষ বল পর্যন্ত ক্রিজে ছিলেন রোহিত। এককথায় অনবদ্য ক্রিকেট খেলছেন তিনি।

আরও পড়ুন: বিশ্বকাপ বৃত্তান্ত: স্কোয়াশ বল দিয়ে ‘গিলি’ ম্যাজিক!

রোহিতের খেলা দেখে গম্ভীর বলছেন, "খেলাটা টিপিক্যাল রোহিত শর্মার ইনিংস ছিল না। অনেক বেশি ওল্ড ফ্যাশনড একটা ইনিংস। আইপিএলের আগের ঘরানার। উইকেটে পড়ে থাকার চরিত্রটা বোঝা গিয়েছে ওর খেলা দেখে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিতের কাজটা কিন্তু সহজ হবে না। ওরা ওকে সুযোগ দেবে না। রোহিতকে লড়াই করে নিতে হবে। আরও একটা বিষয় ভারতকে মাথায় রাখতে হবে। ওভালের উইকেটে অনেক বেশি বাউন্স রয়েছে। ভারতীয় ব্যাটসম্যানদর সেটা মাথায় রাখতে হবে। "

বিরাট কোহলির ভারত মুখোমুখি গতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। নিঃসন্দেহে বিশ্বকাপের সেরা ডুয়েল দেখতে চলেছে বাইশ গজ। দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়েই বিশ্বকাপের অভিযান শুরু করেছে ভারত। কিন্তু অস্ট্রেলিয়া দল পাঁচবারের বিশ্বসেরা। প্রোটিয়াদের তুলনায় তারা ধারে-ভারে কয়েক ধাপ এগিয়ে রয়েছে। ফলে আজ রবি শাস্ত্রীর দলের লড়াইট অনেক বেশি ট্যাকটিক্য়ালও।

অন্যদিকে অস্ট্রেলিয়া শেষ কয়েক মাসে নিজেদের খেলাটাকে নিয়ে গিয়েছে অন্য পর্যায়ে। বরাবরের মতোই এবারও বিশ্বকাপে তারা নিজেদের স্পেশাল ব্র্যান্ডের ক্রিকেটটাই খেলছে। এই দলে ফিরে এসেছে বিশ্বের সেরা দুই ব্যাটসম্য়ান-স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। এই জোড়া ফলার সঙ্গেই অজি দলের ব্রহ্মাস্ত্র হিসেবে রয়েছে মিচেল স্টার্ক। চোট-আঘাত সারিয়ে তিনি আবার গোলা বর্ষণ করতে শুরু করেছেন। ফলে এদিন একটা রুদ্ধশ্বাস লড়াই হতে চলেছে, তা এখনই বলা যায়।

Gautam Gambhir Rohit Sharma
Advertisment