Gautam Gambhir Wins ICC Trophy as Coach & Player – Meet the Other Four Legends: কোচ এবং ক্রিকেটার হিসেবে আইসিসি ট্রফি জিতেছেন গৌতম গম্ভীর। এটা এক বিরল কৃতিত্ব। তবে, শুধুমাত্র গম্ভীরই নন। আরও চার জনের রয়েছে এই বিরল কীর্তি। তাঁরা কারা? সেটা জানার আগে এটা জেনে নেওয়া যাক যে, রবিবারই নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। এক যুগ বাদে একদিনের ক্রিকেটে আইসিসি ট্রফি জিতেছে ভারতীয় দল। আর, এই জয়ের মাধ্যমে মেন-ইন-ব্লু রেকর্ড গড়েছে। তবে, শুধু টিম ইন্ডিয়াই নয়। রবিবার ভারতের জয়ের পর রেকর্ড গড়েছেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীরও। তিনি রাহুল দ্রাবিড়ের জুতোয় পা গলালেন।
ক্রিকেটার হিসেবে গৌতম গম্ভীর ২০০৭ সালের টি২০ বিশ্বকাপ জিতেছিলেন। ২০১১ সালে একদিনের বিশ্বকাপও জিতেছিলেন গম্ভীর। এবার ভারতের কোচ হিসেবে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতলেন। সম্প্রতি গম্ভীরকে ভারতীয় দলের কোচের পদ থেকে সরানোর দাবি উঠেছিল। এই দাবির পিছনে যুক্তিসঙ্গত কারণও ছিল। সেটা হল, কোচ হিসেব গম্ভীরের সূচনাটা মোটেও ভালো হয়নি। তাঁর কোচিংয়ে টিম ইন্ডিয়া দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে গো-হারা হেরেছে। অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর সিরিজেও পর্যুদস্ত হয়েছে। আর, তারপরই বিভিন্ন মহল গম্ভীরের ব্যাপক সমালোচনা শুরু করেছিল। ভারতীয় দলের কোচের পদ থেকে তাঁকে সরানোর দাবিতে জোরদার আওয়াজ পর্যন্ত তুলতে শুরু করেছিল।
তালিকার অন্যরা
তবে শুধু গম্ভীরই নন। ভারতের আরও এক কোচেরও খেলোয়াড় এবং কোচ হিসেবে আইসিসি ট্রফি জেতার কৃতিত্ব রয়েছে। সেই কোচ আর কেউ নন, গৌতম গম্ভীরের পূর্বসূরি রাহুল দ্রাবিড়। ২০০২ সালে দ্রাবিড় ক্রিকেটার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন। সেবার ভারত এবং শ্রীলঙ্কাকে চ্যাম্পিয়ন্স ট্রফির যুগ্মজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছিল। পাশাপাশি, কোচ হিসেবে টি২০ বিশ্বকাপও জিতেছেন দ্রাবিড়। গম্ভীর আর দ্রাবিড় ছাড়া আরও তিন ক্রিকেটারের খেলোয়াড় এবং কোচ হিসেবে আইসিসি ট্রফি জেতার অভিজ্ঞতা রয়েছে।
আরও পড়ুন- রোহিত শর্মা ওয়ানডে অবসরের গুজব অস্বীকার করেছেন
১৯৯৯ এবং ২০০৩ সালে অস্ট্রেলিয়ার ক্রিকেটার হিসেবে ড্যারেন লেম্যান একদিনের বিশ্বকাপ জিতেছিলেন। আবার, ২০১৫ সালে অস্ট্রেলিয়ার কোচ হিসেবেও একদিনের বিশ্বকাপ ট্রফি জিতেছিলেন লেম্যান। অস্ট্রেলিয়ার আর এক প্রাক্তন ক্রিকেটার জিওফ মার্শ আবার ক্রিকেটার হিসেবে ১৯৮৭ সালের বিশ্বকাপ জিতেছিলেন। আবার, ১৯৯৯ সালে কোচ হিসেবেও মার্শ একদিনের বিশ্বকাপ জিতেছিলেন।