Advertisment

Gautam Gambhir next India coach: হাজার হাজার কোটি টাকার টিম ইন্ডিয়ার হেড কোচ হতে ইচ্ছুক মাত্র ১ জন! মঙ্গলেই চূড়ান্ত সিদ্ধান্ত

KKR Mentor Gautam Gambhir: কেকেআর মেন্টর গৌতম গম্ভীরের সাক্ষাৎকার নেবেন ক্রিকেট উপদেষ্টা কমিটির তিন সদস্য- অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জপে এবং সুলক্ষনা নায়েক। এছাড়াও ক্রিকেট উপদেষ্টা কমিটির দায়িত্ব থাকছে সলিল আনকোলার জায়গায় নতুন নির্বাচক বেছে নেওয়া।

IE Bangla Web Desk এবং Subhasish Hazra
New Update
India vs England, IND vs ENG, BCCI Jay Shah

India to get cash reward from BCCI: জয় শাহ খুশির খবর দিলেন টিম ইন্ডিয়াকে (টুইটার)

Indian cricket coach: চলতি টি২০ বিশ্বকাপের পরেই ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হচ্ছে। নতুন হেড কোচ নিয়োগের জন্য বোর্ডের তরফে আবেদন করা হয়েছিল রীতিমত বিজ্ঞপ্তি দিয়ে। আইপিএলের ফাইনালের পরের দিনই বড় বার্তা দিয়েছিল বোর্ড। জানা জায়েজ মাত্র একজনই আবেদন করেছেন টিম ইন্ডিয়ার কোচ হওয়ার জন্য। তিনি গৌতম গম্ভীর। মঙ্গলবারেই জুম কলে চাকরির সাক্ষাৎকার নেওয়া হবে তাঁর।

Advertisment

কেকেআর মেন্টর গৌতম গম্ভীরের সাক্ষাৎকার নেবেন ক্রিকেট উপদেষ্টা কমিটির তিন সদস্য- অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জপে এবং সুলক্ষনা নায়েক। এছাড়াও ক্রিকেট উপদেষ্টা কমিটির দায়িত্ব থাকছে সলিল আনকোলার জায়গায় নতুন নির্বাচক বেছে নেওয়া। আনকোলা এবং প্রধান নির্বাচক অজিত আগারকার দুজনেই পশ্চিমাঞ্চলের। তাই নতুন নির্বাচক বাছা হবে উত্তরাঞ্চল থেকে। গত বছর স্টিং অপারেশন কাণ্ডের পর প্রধান নির্বাচক পদ থেকে ইস্তফা দেন চেতন শর্মা। তারপরে অজিত আগারকার হন নতুন নির্বাচক প্রধান। আগারকারের নিয়োগের সময়ে ইতিমধ্যেই আনকোলা ছিলেন পশ্চিমাঞ্চল থেকে।

চাকরির সাক্ষাৎকারের পর নিজেদের সুপারিশ সিএসি পাঠাবে বোর্ডের কাছে। বোর্ডের এক সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, "একজন নির্বাচক এবং জাতীয় দলের হেড কোচের জন্য মঙ্গলবার সাক্ষাৎকার নেওয়া হবে। তারপরে আমরা নিজেদের সুপারিশ পাঠাব বোর্ডের কাছে। বোর্ড তারপর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।"

আরও পড়ুন: নামেই বিশ্বকাপ, ভারতকে নিয়ে আসলে পাড়ার টুর্নামেন্টে ICC! নির্লজ্জভাবে রোহিতদের জন্যই যাবতীয় সুবিধা

এর আগে ল্যাঙ্গার এবং পন্টিং সর্বসমক্ষে দাবি করেছিলেন, বিসিসিআইযের হেড কোচ হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তাঁরা। ভারতীয় বোর্ডের ইমেজ বাঁচাতে এরপরেই আসরে নেমে পড়েন বোর্ড সচিব জয় শাহ। বলে দেন, "আমি অথবা বিসিসিএই কেউই কোনও অস্ট্রেলিয়ানের কাছে কোচিংয়ের অফার নিয়ে হাজির হইনি। মিডিয়ায় যে কিছু রিপোর্ট ভেসে আসছে, সেগুলো মোটেও সত্যি নয়। জাতীয় দলের জন্য সঠিক কোচ বাছাই এক সতর্কতা মূলক বিস্তারিত প্রক্রিয়া। ভারতীয় ক্রিকেটের হদিস রাখা কোচেদের আমরা শনাক্ত করার প্রক্রিয়া চালু করেছি। জাতীয় দলের কোচের আমাদের ঘরোয়া ক্রিকেট সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা থাকা অবিশ্যিক। যাতে টিম ইন্ডিয়াকে সাফল্যের পরবর্তী স্তরে নিয়ে যাওয়া যায়।"

জয় শাহের আরও বলেছিলেন, "আমরা আন্তর্জাতিক ক্রিকেটের কথা বলি। টিম ইন্ডিয়ার হেড কোচের থেকে মর্যাদাপূর্ণ ভূমিকা আর কিছুতেই হতে পারে না। যে দলের জন্য গোটা দুনিয়ার সর্বত্র সমর্থন রয়েছে। আমাদের সমৃদ্ধ ইতিহাস, খেলার প্রতি প্যাশন, এই কাজকে এত মহিমান্বিত করে তুলেছে।"

"এই কাজের জন্য প্ৰয়োজন পেশাদারিত্বের সর্বোচ্চ পর্যায়। যেখানে দুনিয়ার সেরা তারকাদের সামলাতে হবে। এবং একদল প্রতিশ্রুতিমান তারকাদের পরিচর্যা করতে হবে। কোটি কোটি সমর্থকদের আকাঙ্খা পরিপূর্ণ করা বিশাল সম্মানের। বিসিসিআই সঠিক কোচ বাছাই করবে যাঁর হাত ধরে ভারতীয় দল আরও এগিয়ে যাবে।"

Indian Team Jay Shah BCCI Gautam Gambhir Indian Cricket Team
Advertisment