/indian-express-bangla/media/media_files/2025/01/15/slm6MXXsrlj9h58n1dDZ.jpg)
Gautam Gambhir vs Morne Morkel: মর্কেল টিম ইন্ডিয়ার সহকারী কোচ (টুইটার)
Gautam Gambhir reprimanded Morne Morkel: টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর এবং সহকারী কোচ মরনে মর্কেলের মধ্যে এবার টেনশনের ঘটনা সামনে চলে এল। ভারতীয় ক্রিকেটের অন্যতম দৃঢ় মানসিকতার অধিকারী বলে ধরে নেওয়া হয় গৌতম গম্ভীরকে। নিয়ম শৃঙ্খলার নিয়ে তিনি বরাবরই কড়া।
তাঁর সঙ্গেই এবার শৃঙ্খলাজনিত কাণ্ডে মন কষাকষি ঘটল টিম ইন্ডিয়ার সহকারী কোচ দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার মরনে মর্কেলের মধ্যে। অস্ট্রেলিয়ার মাটিতে ঘটে যাওয়া একটি ঘটনা সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
বিজিটি টেস্ট সিরিজ চলাকালীন, মরনে মর্কেলের অনুশীলনে দেরি করে আসা নিয়ে গম্ভীর তাকে প্রকাশ্যে ভর্ৎসনা করেন। জাতীয় স্তরের একাধিক প্রতিবেদন অনুযায়ী, মর্কেল অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ চলাকালীন অনুশীলনের জন্য নির্ধারিত সময়ের কিছুক্ষণ পরে মাঠে পৌঁছান, যা গম্ভীর মোটেই ভালভাবে নেননি।
গম্ভীর সরাসরি মর্কেলের প্রতি তার অসন্তোষ প্রকাশ করেন এবং এই আচরণকে দলের শৃঙ্খলা ও প্রস্তুতির জন্য ক্ষতিকারক বলেও মনে করেন। গম্ভীর তার ক্যারিয়ারের পুরো সময়জুড়ে আগ্রাসী মানসিকতার জন্য পরিচিত ছিলেন। মাঠে হোক বা মাঠের বাইরে, তিনি সবসময় দলীয় নিয়ম-কানুন এবং শৃঙ্খলার ওপর জোর দিতেন।
অন্যদিকে, মরনে মর্কেল দক্ষিণ আফ্রিকার দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলেও, এই ঘটনাটি তার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল। সেই ঘটনার পর গোটা সিরিজ জুড়েই মর্কেল কিছুটা গুটিয়ে নিয়েছিলেন নিজেকে। তবে বিসিসিআইয়ের আশা হেড কোচ এবং তাঁর সহকারী দ্রুতই নিজেদের মনমালিন্য মুছে জাতীয় দলে কোচিংয়ে মনোনিবেশ করবেন।
এদিকে, বোর্ডের কড়া নজরে রয়েছেন ব্যাটিং কোচ অভিষেক নায়ার। তাঁর পারফরম্যান্স-এ বোর্ড মোটেও সন্তুষ্ট নন। গম্ভীর নিজেও নামি ব্যাটার ছিলেন। তাই জাতীয় দলে আলাদা করে ব্যাটিং কোচের গুরুত্ব রয়েছে কিনা, তা ভাবনা চিন্তা করে দেখছে বোর্ড। টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটারদের আলাদা করে জিজ্ঞাসা করা হয়েছে অভিষেক নায়ার সত্যিই কোচিং স্টাফে ভিন্ন কিছু আমদানি করতে পারছেন কিনা। তাছাড়া বোর্ড সাপোর্ট স্টাফদের মেয়াদ তিন থেকে দুই বছরে কমিয়ে আনার পক্ষপাতী।