Advertisment

Gautam Gambhir: কোচ হয়েই এই ৪ সিনিয়রের কেরিয়ারে ধ্বংস করবেন গম্ভীর, জয় শাহদের ওপর বড়সড় শর্ত

Gautam Gambhir Team India head coach: এই চার তারকাকে ছেঁটে ফেলা হোক, বিসিসিআইকে বড় শর্ত দিলেন গম্ভীর

author-image
IE Bangla Sports Desk
New Update
Gautam Gambhir, Jay Shah, গৌতম গম্ভীর, জয় শাহ,

Gautam Gambhir-Jay Shah: গম্ভীরের সাফল্যের খতিয়ানে খুশি বিসিসিআই সচিব জয় শাহ। (ছবি- টুইটার)

BCCI head coach: কোচ হিসেবে ভারতীয় দলের দায়িত্ব নিতে রাজি গৌতম গম্ভীর। কিন্তু, তার জেরে জাতীয় দল থেকে বাদ পড়তে পারেন বিরাট কোহলি। অন্তত, বোর্ডকে তাঁর কোচ হওয়া নিয়ে আলোচনার সময় এমনই শর্ত দিয়েছেন কেকেআর মেন্টর। এমনটাই বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ। অবশ্য, শুধু কোহলিই নন। গম্ভীর শর্ত দিয়েছেন, তাঁকে কোচ করা হলে জাতীয় দল থেকে ছাঁটাই করতে হবে রোহিত শর্মাকেও।

Advertisment

গত সপ্তাহেই বিসিসিআই-এর ক্রিকেট উপদেষ্টা কমিটি (সিএসি) কোচ হিসেবে আবেদন করায় গৌতম গম্ভীরের সাক্ষাৎকার নিয়েছে। একইদিনে প্রধান কোচ হিসেবে সাক্ষাৎকার নেওয়া হয়েছে ডব্লিউ বি রমনেরও। যদিও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রধান কোচ পদে গম্ভীর ছাড়া আর নাকি কেউ আবেদনই করেননি। এমনিতে চলতি টি-২০ বিশ্বকাপের পরই কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বিসিসিআই তাদের চুক্তি সমাপ্ত করবে। আর, তারপরই গম্ভীরকে কোচ করতে মরিয়া বিসিসিআইয়ের একাংশ। যার মধ্যে রয়েছে জাতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহর নেতৃত্বাধীন লবিও।

সে যাই হোক, বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ যে সিএসি-র সঙ্গে তাঁর সাক্ষাত্কারের সময়, গম্ভীর বিসিসিআইকে পাঁচটি শর্ত দিয়েছেন। যার মধ্যে একটি হল, বোর্ডের কোনও হস্তক্ষেপ ছাড়াই জাতীয় দলের ক্রিকেট পরিচালনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাঁর হাতে থাকবে। দ্বিতীয় শর্ত, দুইবারের বিশ্বকাপজয়ী দলের সদস্য গম্ভীর ব্যাটিং, ফিল্ডিং ও বোলিং কোচ-সহ নিজের সাপোর্ট স্টাফ বেছে নেবেন। তৃতীয় তথা সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল, পাকিস্তানে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতীয় দলের চার সিনিয়র খেলোয়াড়- বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা ও মহম্মদ শামির কাছে জাতীয় দলের হয়ে খেলার শেষ সুযোগ হতে পারে।

অবশ্য, এই খেলোয়াড়রা ভারতকে টুর্নামেন্ট জিততে সাহায্য করায় ব্যর্থ হলে, তাঁদের দল থেকে বাদ দেওয়া হবে, এমনটাই কথা হয়েছে। একইসঙ্গে অবশ্য তিন ফরম্যাটেই চার প্রবীণ খেলোয়াড়কে বাদ দেওয়ার কথা গম্ভীর বলেননি। এমনটাই দাবি করা হয়েছে বিভিন্ন প্রতিবেদনে। তবে, গম্ভীর নাকি শর্ত দিয়েছেন যে টেস্ট এবং একদিনের জন্য আলাদা ক্রিকেট দল রাখতে হবে। তাঁর এই সব শর্ত মানা হলেই নাকি গম্ভীর ২০২৭ সালের একদিনের বিশ্বকাপের জন্য রোডম্যাপ প্রস্তুত করবেন, এমনটাই শর্ত দিয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার।

অবশ্য কোহলি এবং রোহিতের ভবিষ্যৎ ইতিমধ্যেই অনিশ্চিত হয়ে পড়েছে। বারবার তাঁদের দল থেকে বাদ দেওয়ার কথা বলেছে প্রাক্তন ক্রিকেটার এবং বিশেষজ্ঞরা। কিন্তু, পারফরম্যান্সের মাধ্যমে সেই সব সমালোচনার জবাব দিয়েছেন জাতীয় দলের দুই প্রবীণ ক্রিকেটার। তবে, গম্ভীর হেড কোচ হলে, কোহলি এবং রোহিতের ওপর যে চাপ আরও বাড়বে, সেটা একপ্রকার সন্দেহাতীত ব্যাপার। তবে, চলতি টি-২০ বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে এই দুই সিনিয়র ক্রিকেটার যদি দুর্দান্ত পারফরম্যান্স করেন, তবে গম্ভীর পালটা চাপে পড়ে যেতে পারেন।

আরও পড়ুন- সেমিতে পৌঁছতে বাংলাদেশ ফেরাচ্ছে তারকাকে, আফগানদের বিপক্ষে টাইগার একাদশে বিরাট বদল

এর মধ্যে আগামী বছরই আবার ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারে। ভারত সেই টেস্ট চ্যাম্পিয়নশিপ না জিতলে গম্ভীর তাঁর সুর কোহলি-রোহিতদের বিরুদ্ধে চড়ায় তুলতে পারেন। এখনও পর্যন্ত ভারত শেষ দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২০২১ সালে নিউজিল্যান্ডের কাছে আর, ২০২৩ সালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে।

cricket Test cricket Jay Shah Virat Kohli Rohit Sharma T20 BCCI Gautam Gambhir Indian Cricket Team
Advertisment