প্রধানমন্ত্রীর করোনা ফান্ডে দান করেছিলেন গৌতম গম্ভীর। সেইজন্য আরসিবির পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছিল ক্রিকেটার-সাংসদকে। তার পাল্টা হিসাবে গম্ভীরও ধন্যবাদ জানালেন তারকা খচিত আইপিএল দলকে।
বৃহস্পতিবারেই গম্ভীর টুইট করে জানিয়েছিলেন সংসদ হিসাবে তাঁর দু বছরের বেতন তিনি দান করছেন পিএম কেয়ারস (প্রাইম মিনিস্টার্স সিটিজেনস আসিস্টেন্স এন্ড রিলিফ ইন ইমার্জেন্সি সিচুয়েশন) ফান্ডে।
তারপরেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ওয়েবসাইটে গম্ভীরের ত্রাণ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এরপরেই গম্ভীর টুইটে আরসিবিকে ধন্যবাদ জানিয়ে লেখেন, "তোমাদের কাছে হারতে তীব্র অপছন্দ করতাম। তবে আমার দান স্বীকার করে তোমরা আমাকে জিতে নিয়েছ। অনেক ধন্যবাদ।"
এর আগে গম্ভীর নিজের বেতনের অর্থ দান করা ছাড়াও সাংসদ কোটায় বরাদ্দ অর্থের ১ কোটি টাকা ত্রাণ হিসাবে জমা দিয়েছিলেন প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে।
গোটা বিশ্ব করোনার থাবায় স্তব্ধ হয়ে গিয়েছে। ১ মিলিয়নের বেশি লোক আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। মৃত্যমিছিল চলছে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। ভারতেও করোনার হানায় ইতিমধ্যেই প্রাণ গিয়েছে ৭০ এরও বেশি লোকের। ভারতে আক্রান্তের সংখ্যা আড়াই হাজার পেরিয়ে গিয়েছে। এর মধ্যেই গোটা দেশ জুড়ে লকডাউন জারি করা হয়েছে। পরিস্থিতি ক্রমশ খারাপ থেকে খারাপতর হচ্ছে। এমন অবস্থায় ১৫ এপ্রিলের পরেও লকডাউনের মেয়াদ বাড়তে পারে।