Advertisment

Gautam Gambhir-Jonty Rhodes: গম্ভীরকে 'স্বাধীনতা'ই দিচ্ছেন না জয় শাহরা! বিদেশি কিংবদন্তির সুপারিশ ফের খারিজ করল BCCI

Team India head coach Gautam Gambhir: গৌতম গম্ভীর আবার বোলিং কোচ হিসেবে বিনয় কুমারের নাম সুপারিশ করেছিলেন। সেই নাম-ও খারিজ করে দিয়েছেন জয় শাহরা। বরং বোলিং কোচ হিসেবে জাতীয় দলের সঙ্গে জুড়ে দেওয়া হতে পারে স্বয়ং জাহির খানকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
KKR mentor Gautam Gambhir appointed as Team India coach:

KKR mentor Gautam Gambhir appointed as Team India coach: কেকেআরকে আইপিএলে চ্যাম্পিয়ন করেছেন মেন্টর গম্ভীর (টুইটার)

Jonty Rhodes as fielding coach, Gautam Gambhir: বিসিসিআইয়ের হেড কোচ বাছাই চূড়ান্ত। তবে সহকারী কোচ নিয়ে জটিলতা যেন মেটার নয়। সাধারণত হেড কোচের হাতেই দায়িত্ব থাকে সহকারী কোচদের বেছে নেওয়ার। তবে একাধিক মিডিয়া রিপোর্টের প্রতিবেদন অনুযায়ী, গম্ভীরের ক্ষেত্রে এমনটা মোটেই ঘটছে না।

Advertisment

জন্টি রোডসকে নিতে চাইছে না বোর্ড

হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, বোর্ডের কাছে ফিল্ডিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি জন্টি রোডসের নাম প্রস্তাব করেছিলেন গৌতম গম্ভীর। লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর হিসাবে গম্ভীরের কাজ করার অভিজ্ঞতা রয়েছে রোডসের সঙ্গে। তবে বিসিসিআই নাকি পত্রপাঠ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে। গত সাত বছর ধরে দেশীয় কোচেরাই টিম ইন্ডিয়া পরিচালনা করছেন। অনিল কুম্বলে হোক বা রবি শাস্ত্রী, রাহুল দ্রাবিড় জমানায় সমস্ত সহকারী কোচ (ব্যাটিং, বোলিং, ফিল্ডিং) তো বটেই এমনকি ফিজিও, ভিডিও এনালিস্ট, ম্যাসিওর- সমস্ত পদেই ভারতীয়দের প্রাধান্য দিয়েছে বোর্ড। গম্ভীর জমানাতেও নিজেদের অবস্থান থেকে সরে আসতে চাইছে না জয় শাহদের বোর্ড।

ক্রিকবাজ-এর প্রতিবেদনে আবার বলা হয়েছিল গম্ভীর কেকেআরের ফিল্ডিং কোচ রায়ান টেন দুশখাতেকে নিতে আগ্রহী। ডাচ ক্রিকেটারের সঙ্গে গম্ভীরের সম্পর্ক অনেক পুরোনো। একসঙ্গে কেকেআরে খেলেছেন। আবার গম্ভীর মেন্টর থাকার সময়েও দুশখাতেকে পাশে পেয়েছেন ফিল্ডিং কোচ হিসেবে। গম্ভীর একবার বলেই দিয়েছিলেন, দুশখাতে এতটাই নিঃস্বার্থ ব্যক্তি যে তাঁর জন্য বুক পেতে বুলেটের সামনেও তিনি দাঁড়াতে পারেন।

আরও পড়ুন: জাহিরকে বোলিং কোচ চাইছেন না! পাকিস্তানের প্রাক্তন কোচকে নিতে আদাজল খেয়ে লাগলেন গম্ভীর

গম্ভীর চেয়েছেন দুশখাতেকে ফিল্ডিং কোচ না হলেও অন্তত সহকারী কোচ হিসেবে নিয়োগে সবুজ সঙ্কেত দিক বোর্ড। বোর্ড কিছুটা 'বিদেশি-বর্জিত' অবস্থান কিছুটা শিথিল করুক, চেয়েছেন গম্ভীর। বল এখন পুরোটাই বিসিসিআইয়ের কোর্টে।

পুনরায় সুযোগ পেতে পারেন টি দিলীপ

জানা যাচ্ছে জন্টি রোডস নন, ভারতের ফিল্ডিং কোচ হতে পারেন টি দিলীপ। রাহুল দ্রাবিড় জমানার সহকারী কোচের সঙ্গেই মেয়াদ বাড়াতে ইচ্ছুক বোর্ড। এর আগেও রবি শাস্ত্রীর সময়ের ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে রেখে দেওয়া হয়েছিল রাহুল দ্রাবিড় জমানায়।

বোলিং কোচ জাহির খান?

গৌতম গম্ভীর আবার বোলিং কোচ হিসেবে বিনয় কুমারের নাম সুপারিশ করেছিলেন। সেই নাম-ও খারিজ করে দিয়েছেন জয় শাহরা। বরং বোলিং কোচ হিসেবে জাতীয় দলের সঙ্গে জুড়ে দেওয়া হতে পারে স্বয়ং জাহির খানকে।

গম্ভীরের একাধিক সুপারিশ বোর্ডের কাছে বাতিল হয়ে গেলেও কেকেআরের ব্যাটিং কোচ অভিষেক নায়ারের অন্তর্ভুক্তি মেনে নিচ্ছে বোর্ড। গম্ভীর জাতীয় দলে চেয়েছিলেন নায়ারকে। তাঁকে নিয়ে অবশ্য আপত্তি করছে না বোর্ড।

Zaheer Khan Team India Indian Team Jay Shah BCCI Gautam Gambhir Indian Cricket Team
Advertisment