Gautam Gambhir on Ashwin's youtube channel: আইপিএলে স্বপ্নের সময় কাটাচ্ছেন গৌতম গম্ভীর। লখনৌকে টানা দুবার প্লে অফে তোলার পর কেকেআরের দায়িত্ব নিয়েছিলেন। তারপর কেকেআর জাদু দেখিয়েছে। আইপিএলের ইতিহাসে প্ৰথমবার কেকেআর প্লে অফে পৌঁছেছে শীর্ষ স্থানাধিকারী দল হিসেবে।
দুবারের বিশ্বকাপজয়ীকে মেন্টর করে কেকেআর মালিক শাহরুখ খান এনছিলেন কেকেআর শিবিরে। সেই প্ল্যানিং খেটে গিয়েছে। এখন গম্ভীরের নামেই ভারতীয় ক্রিকেটে জয়জয়কার। এমনকি দ্রাবিড়ের পর জাতীয় দলের কোচের পদেও তাঁকে ভাবতে শুরু করেছে বিসিসিআই।
সোনালি সময়ে দাঁড়িয়েও নিজের অতীত জীবন ভুলে যাননি গৌতম। কঠোর লড়াই করতে হয়েছে তাঁকে। রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে গৌতি জানিয়েছেন সেই দিনগুলোর কথা। "বেড়ে ওঠার সময় আমার বয়স যখন ১২-১৩ বছর ছিল, সেই সময়েই অনুর্ধ্ব-১৪ টুর্নামেন্টে নির্বাচিত হয়নি। কারণ নির্বাচকদের পা ছুঁতে পারিনি। সেদিন থেকেই প্রতিজ্ঞা করেছিলাম, কারোর পা যেমন ছোঁব না, তেমন কাউকে আমার পা-ও স্পর্শ করতে দেব না।" বলেছেন কেকেআরকে দুবার আইপিএল চ্যাম্পিয়ন করা সুপারস্টার।
পরিবার ছিল ধনী। স্বচ্ছল পরিবারের সন্তান হওয়ায় অনেক কটু কথার মুখেও পড়তে হয়েছিল। তিনি জানিয়েছেন, "অনুর্ধ্ব-১৪ হোক বা অনুর্ধ্ব-১৬, রঞ্জি ট্রফি অথবা আন্তর্জাতিক ক্রিকেটে যখনই ব্যর্থ হতাম, লোকে বলাবলি করত, তুমি তো বড়লোক, তোমার ক্রিকেট খেলার দরকার নেই। বাবার ব্যবসায় যোগ দাও।"
"আমার সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল মাথা উঁচু করে বাঁচার। অনেকেই বুঝত না, তাঁদের থেকে আমার প্রত্যাশা অনেক বেশি। এই ধারণা বদলাতে চেয়েছিলাম। এই ধারণা যখন পাল্টে ফেলতে পেরেছি, বাকি গুলো ম্যানেজ করে সমস্যার হয়নি। সবথেকে বড় ধারণা ছিল, আমি জীবনে মন প্রাণ দিয়ে কিছু চাইতাম না। সেই ধারণা বদলাতে আমি আরও কড়া পরিশ্রম করি।"
অশ্বিনের সামনে মালিক শাহরুখ খানের সঙ্গেও তাঁর সম্পর্ক খোলসা করেছেন গৌতি, "এর আগেও বহুবার বলেছি, যত মালিকের সঙ্গে কাজ করেছি, তাঁদের মধ্যে সেরা শাহরুখ। যে আস্থা ও আমার ওপর রাখে! এখন কেকেআরে ফিরেছি বলে বলছি না। ঘটনা হল, কেকেআরে সাত বছর খেলার সময় শাহরুখের সঙ্গে ৭০ সেকেন্ডও ক্রিকেট নিয়ে আলোচনা হয়নি। ও ওই সাত বছরে ক্রিকেট নিয়ে একটাও প্রশ্ন জিজ্ঞাসা করেনি আমাকে। ভাবতে পারছ?"