/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/gambhir-rahul.jpg)
লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর একজন রাজনীতিবিদ-ও। লোকসভায় সদস্য হয়েও ভোলেননি সাধারণ মানুষদের চাহিদা। মানুষের আপদে-বিপদে বারবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন জাতীয় দলের একসময়ের দোর্দন্ডপ্রতাপ এই ওপেনার। প্রাক্তন ক্রিকেটার রাহুল শর্মার শাশুড়িকে প্রাণে বাঁচিয়ে এবার শিরোনামে উঠে এলেন গম্ভীর।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় রাহুল শর্মা গম্ভীরকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেন। সেই পোস্টেই নিজের শাশুড়ির ছবিও দেন রাহুল। মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছিল রাহুলের শাশুড়ির। আরও উন্নত চিকিৎসার জন্য গম্ভীরের সাহায্য চেয়েছিলেন জাতীয় দলের প্রাক্তন তারকা। সঙ্গেসঙ্গেই সাহায্যের হাত বাড়িয়ে দেন গম্ভীর। গঙ্গারাম হাসপাতালে ভর্তি করে দিল্লির সেরা নিউরোলজিস্টের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন লখনৌয়ের বর্তমান মেন্টর।
আর চিকিৎসার পরেই গম্ভীরকে ধন্যবাদ সূচক পোস্ট করেন রাহুল। লিখলেন, "গত মাস বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হল। আমার শাশুড়ির মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছিল। বিষয়টি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছে গিয়েছিল। গৌতম গম্ভীর পাজিকে (পিএ গৌরব অরোরা) ধন্যবাদ। ওঁরা আমাকে এই কঠিন সময়ে সাহায্য করেছেন। সেরা নিউরোলজিস্ট, সেরা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে দিয়েছিলেন ওঁরাই। সফলভাবে আপাতত অস্ত্রোপচার হয়েছে। উনি এখন একদম ঠিক রয়েছেন। গঙ্গারাম হাসপাতালের সমস্ত কর্মী বিশেষ করে চিকিৎসক মণীশ চুঘকে অসংখ্য ধন্যবাদ।
Thank you @GautamGambhir paaji you r the best ❤️⭐️🫶🏻 pic.twitter.com/18591PpvcF
— Rahul Sharma (@ImRahulSharma3) May 9, 2023
আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে আশা জাগিয়ে শুরু করেছিলেন রাহুল শর্মা। চারটে ওয়ানডের পাশাপাশি দুটো টি২০-ও তিনি খেলেন জাতীয় দলের হয়ে। ২০১১ সালে টিম ইন্ডিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে রাহুলের। ওয়ানডে এবং টি২০-তে তাঁর উইকেট সংখ্যা যথাক্রমে ৬ এবং ৩টি। ওয়ানডে অভিষেক ঘটেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। টি২০-তে তিনি আত্মপ্রকাশ করেন অস্ট্রেলিয়ার বিপক্ষে।
Read the full article in HINDI