আইপিএল-এর শুরুটা একেবারেই ভাল হয়নি গৌতম গম্ভীরের দিল্লি ডেয়ারডেভিলসের। প্রথম ম্যাচেই কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে ছ’ উইকেটে হারতে হয়েছে তাদের। দ্বিতীয় ম্যাচেও ফের হারল গম্ভীর অ্যান্ড কোং। এবার রাজস্থান রয়্যালসের কাছে হােঁচট খেল তারা। ম্যাচ হেরে দিল্লির অধিপতি বলছেন, আরও কয়েকটা ওভার পেলেই ভাল হত তাদের।
বুধবার খারাপ আবহাওয়ার জন্য ডাক-ওয়ার্থ লুইসে দিল্লি-রাজস্থানের খেলা গড়ায়। দিল্লির জেতার জন্য ৬ ওভারে ৭১ রানের টার্গেট ছিল। কিন্তু গম্ভীরের টিম ৬০ রানে থেমে যায়। গম্ভীর বলছেন, “ব্যাট করার জন্য দারুণ পিচ পেয়েছিলাম। অন্যতম পাটা পিচ। আমাদের প্রথম বল থেকেই চালানো উচিত ছিল। কিন্তু আমাদের হাতে আর বলই ছিল না। ফলে ব্য়াটসম্যানদের জন্য কাজটা কঠিন হয়ে গিয়েছিল।”
রাজস্থানকে ১৭. ৫ ওভারে ১৫৩ রানেই বেঁধে রেখেছিল দিল্লি। এরপরই বৃষ্টির জন্য খেলা প্রায় দু ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকে। দিল্লির জেতার জন্য টার্গেট গিয়ে দাঁড়ায় ছ ওভারে ৭১ রানের । কিন্তু ১০ রানে হেরে যায় তারা। রাজস্থানের ক্যাপ্টেন রাহানে বলছেন, “আমরা ভেবেছিলাম ৭১ রান তাড়া করে জেতাটা কঠিন হবে। যে বিষয়গুলো আমাদের নিয়ন্ত্রণে আছে সেগুলোতেই ফোকাস করেছিলাম। আমরা যখন ব্যাট করছিলাম তখন ভেবেছিলাম ১৬৫-১৭০ ভাল রান হবে। টি ২০ ক্রিকেটে শূন্য থেকে শুরু করতে হয়। সে আমরা জিতি আর হারি।”
এদিন ২২ বলে ৩৭ রান করে রাজস্থানের স্কোর ১৫০-র উপর নিয়ে যান সঞ্জু স্যামসন। ম্য়াচের সেরাও হন তিনি। খেলার শেষে বলছেন, “আমরা ঘরের মাঠে জিততে চেয়েছিলাম। এভাবেই আমরা প্রস্তুতি নিয়েছিলাম। চারটি ক্যাম্প করেছি এর আগে।”
আইপিএল ইলেভেনে দিল্লি এখনও খাতা খুলতে পারেনি। পাঞ্জাবের পর হারতে হয়েছে রাজস্থানের কাছেও। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৯ উইকেটে হেরেই রাহানের রাজস্থান আইপিএল শুরু করেছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে তারা ঘুরে দাঁড়াল।
এই ম্যাচের রিপোর্ট পড়ে নিন
আইপিএল ২০১৮: বরুণ দেবের বদান্যতায় জিতে প্রত্যাবর্তন রয়্যালসদের