scorecardresearch

কোচেরা রয়েছে কী জন্য! পৃথ্বীর জন্য দ্রাবিড়কে এবার সপাটে আক্রমণ গম্ভীরের

দ্রাবিড়কে নিয়ে বিষ্ফোরক মন্তব্য গম্ভীরের

কোচেরা রয়েছে কী জন্য! পৃথ্বীর জন্য দ্রাবিড়কে এবার সপাটে আক্রমণ গম্ভীরের

ঘরোয়া ক্রিকেট হোক বা আইপিএল- রানের বন্যা বইয়ে দিচ্ছেন পৃথ্বী শ। তা সত্ত্বেও টিম ইন্ডিয়ায় জায়গা জুটছে না তারকার। টিম ম্যানেজমেন্টের পৃথ্বী-শ নীতি নিয়ে এবার সরাসরি মুখ খুললেন গৌতম গম্ভীর।

স্টার স্পোর্টস-এ গম্ভীর জানিয়ে দিয়েছেন, “কোচেরা, নির্বাচকরা কি কারণে রয়েছে? শুধুমাত্র স্কোয়াড বাছাই করা বা অনুশীলনে থ্রো ডাউন করেই কি ওঁদের কাজ শেষ? পৃথ্বী শয়ের মত প্রতিভাবান তারকারা যাতে জাতীয় দলে খেলার সুযোগ পায়, সেটাও তো ওঁদের দেখতে হবে। সকলেই জানেন পৃথ্বী শ কতটা প্রতিভাবান। ওঁকে সঠিক রাস্তা দেখানো টিম ম্যানেজমেন্টের কাজ। এই কারণেই তো ম্যানেজমেন্টকে রাখা!”

রঞ্জি ট্রফিতে সেভাবে ফর্মে নেই মুম্বইয়ের তারকা। তবে সীমিত ওভারের ফরম্যাটে তিনি অপ্রতিরোধ্য। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ১৮২.৪২ স্ট্রাইক রেটে ৩৩৬ রান করেছেন।

আরও পড়ুন: লিগামেন্ট, কপাল ছিঁড়েখুঁড়ে একাকার, মারাত্মক দুর্ঘটনার পর পন্থের ভয়ঙ্কর আপডেট দিল BCCI

গম্ভীর সরাসরি আর্জি জানাচ্ছেন টিম ইন্ডিয়া কোচ রাহুল দ্রাবিড়কে, “পৃথ্বী-র ফিটনেস এবং লাইফস্টাইল নিয়ে যদি টিমের কোনও সমস্যা থাকে, তাহলে সেটা ওঁর সঙ্গে ম্যানেজমেন্ট আলোচনা করুক। ওঁর কাছে পুরো বিষয়টা স্পষ্ট হওয়া দরকার। টিমে ওঁর অবস্থান কী, সেটা নিয়ে স্বচ্ছতা থাকা উচিত। যাঁদের টিম ইন্ডিয়ার গ্রুপে রাখা হবে তাঁদের ভালোভাবে মনিটর করা প্রয়োজন। কারণ একবার তাঁদের উপেক্ষা করা হলে, আরও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।”

“পৃথ্বী শয়ের মত একজন প্রতিভা। যেভাবে ও আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছিল, তাতে উচিত ওঁকে ব্যাক করা। ও কোন ধরনের পরিবার থেকে উঠে এসেছে, কতটা চ্যালেঞ্জ নিয়ে এই জায়গায় পৌঁছেছে সেই বিষয়টিও মাথায় রাখতে হবে।”

টিম ম্যানেজমেন্টকে বার্তা দেওয়ার ওর পৃথ্বী শ-কেও পরিণতিবোধ দেখানোর পরামর্শ দিয়েছেন বিখ্যাত বাঁ হাতি। বলে দিয়েছেন, “দেশের হয়ে খেলার জন্য যদি তুমি দৃঢ়প্রতিজ্ঞ হও, তাহলে যোগ্যতাঅর্জনের সব মাপকাঠি- তা ফিটনেস হোক বা শৃঙ্খলাপরায়ণতা ঠিকঠাক হতে হবে। বিষয়টি উভমুখী হওয়া দরকার। তরুণ একজনকে যেমন টিম ম্যানেজমেন্টের উচিত পর্যাপ্ত সুযোগ দেওয়া, তেমন তার পরেও যদি সে খেলার জন্য সেই পরিমাণ আবেগ না দেখাতে পারে, তাহলে থাকে উপেক্ষা করা যেতেই পারে।”

“তবে ও যদি পরিশ্রম করে, আমরা সবাই জানি ও কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারে। ও দলকে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। ট্রেনার, টিম ম্যানেজমেন্ট, কোচ, নির্বাচক সকলের উচিত এমন প্রতিভাকে সঠিক পথে ফিরিয়ে আনা।”

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Gautam gambhir slams team india head coach rahul dravid for repeatedly overlooking prithvi shaw