আইপিএল চলাকালীন পান মসলার বিজ্ঞাপনে দেখা গিয়েছিল একাধিক কিংবদন্তি ক্রিকেট ব্যক্তিত্বদের। তাঁদের দিকে এবার সরাসরি নিশানা করলেন গৌতম গম্ভীর।
বিখ্যাত পান মসলা প্রস্তুতকারক কোম্পানির হয়ে 'সিলভার কোটেড এলাইচি' বিজ্ঞাপনে দেখা গিয়েছিল সুনীল গাভাসকার, কপিল দেব, বীরেন্দ্র শেওয়াগ এমনকি ক্রিস গেইলের মত রথী-মহারথীদের।
নিউজ-১৮'কে দেওয়া সাক্ষাৎকারে গৌতম গম্ভীর বলে দিয়েছেন, "জীবনে কখনও ভাবিনি কোনও ক্রিকেটার পান মসলার বিজ্ঞাপন করবে। এটা বিচ্ছিরি রকমের খারাপ। হতাশারও বটে। এই কারণেই আমি বারবার বলি, সতর্ক হয়ে নিজের রোলমডেল বেছে নাও। তোমরা কোন ধরণের দৃষ্টান্ত স্থাপন করছ?"
আরও পড়ুন: নেতৃত্ব তো বটেই জাতীয় দল থেকেই হয়ত বাদ রোহিত! তুলকালাম সিদ্ধান্ত নেওয়ার পথে জয় শাহের BCCI
ঘটনা হল, সরাসরি কোনও ক্রিকেটারের নামে বিষোদগার করেননি গম্ভীর। তবে পরোক্ষে তিনি বলেছেন, "একজন পরিচিত হন, নিজের কাজের মাধ্যমে। তাঁদের নামের জন্য নন। কোটি কোটি শিশু আপনাদের দেখছে। অর্থ এতটাই সবকিছু নয় যে শেষে পান মসলার বিজ্ঞাপন করতে হবে। অর্থ উপার্জনের আরও তো রাস্তা রয়েছে। অবশ্য এত বড় পে-চেক সরিয়ে প্রত্যাখ্যান করার জন্য সাহস থাকা দরকার।"
গৌতম গম্ভীর জানাচ্ছেন, ২০১৮-য় দিল্লি ক্যাপিটালস নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর তাঁর কাছে পান মসলার বিজ্ঞাপন করার জন্য ৩ কোটি টাকার প্রস্তাব এসেছিল। তবে নীতিগত কারণে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি।
গম্ভীর জানাচ্ছেন, "আমিও টাকা নিতে পারতাম। তবে করিনি। আমি বরাবর বিশ্বাস করে এসেছি আমার যা প্রাপ্য সেটাই আমার পাওয়া উচিত। একটা পান মসলা বিজ্ঞাপন করার জন্য শচীনের কাছে ২০-৩০ কোটি টাকার প্রস্তাব এসেছিল। তবে ও তৎক্ষণাৎ না বলে দেয়। ও নিজের পিতাকে প্রমিস করেছিল ও কখনও এসব কাজে নিজেকে জড়াবে না। সেই কারণেই ও প্রকৃত রোলমডেল।"
Read the full article in ENGLISH