Advertisment

Gautam Gambhir head coach: চ্যাম্পিয়ন করেই কেকেআর ছাড়ছেন গম্ভীর! জুনের শেষেই বিরাট আপডেট, বড় ধাক্কায় শাহরুখ

Team India new head coach: জানা যাচ্ছে, তিন বছরের চুক্তিতে গম্ভীরকে হেড কোচ করতে চলেছে বিসিসিআই। গম্ভীর নিজের সাপোর্ট স্টাফ-ও বেছে নেবেন। বর্তমানে পরশ মাম্বরে রয়েছেন বোলিং কোচের দায়িত্বে। বিক্রম রাঠোর ব্যাটিং কোচ এবং টি দিলীপ ফিল্ডিং কোচের ভূমিকা পালন করছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Gautam Gambhir, KKR, IPL final 2024

Gautam Gambhir's Shri Krishna post: গম্ভীর মেন্টর হিসাবে প্ৰথমবার আইপিএল জয় করলেন (আইপিএল, টুইটার)

Gautam Gambhir to take charge of BCCI Team India head coach: তাঁর নাম কার্যত পাকা হয়ে গিয়েছিল আইপিএল চলার সময়। তবে বোর্ডের তরফে ধীরে চলা নীতি নেওয়া হয়েছিল। তবে আর দেরি নয়, চলতি জুন মাসের শেষের দিকেই টিম ইন্ডিয়ার নতুন কোচ হিসেবে বিসিসিআইয়ের তরফে ঘোষণা করা হতে চলেছে গৌতম গম্ভীরের নাম। এমনটাই জানানো হয়েছে দৈনিক জাগরণ-এর প্রতিবেদনে।

Advertisment

কয়েক মাস আগেও কেকেআর দলের মেন্টরের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন কেউ ভাবতেও পারেননি লন্ডভন্ড করা সময় উপহার দিয়ে যাবেন তিনি। কেকেআর স্রেফ চ্যাম্পিয়ন হওয়াই নয়, যে ভঙ্গিতে একের পর এক প্রতিপক্ষ দলকে উড়িয়ে দিয়ে বিজয়ীর শিরোপা পড়েছে নাইট রাইডার্স, তাতে পুরো কৃতিত্বের ক্ষীর একা দেওয়া হচ্ছে গম্ভীরকে। এর আগে মেন্টর হিসাবে লখনৌকে দু-বার প্লে অফে তুলেছেন। তবে কেকেআরের মেন্টরশিপ তাঁকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে। এতটাই যে রাহুল দ্রাবিড় পরবর্তী কোচ হিসেবে তিনিই এখন বোর্ডের একমাত্র চয়েস হয়ে উঠেছেন।

জানা যাচ্ছে, তিন বছরের চুক্তিতে গম্ভীরকে হেড কোচ করতে চলেছে বিসিসিআই। গম্ভীর নিজের সাপোর্ট স্টাফ-ও বেছে নেবেন। বর্তমানে পরশ মাম্বরে রয়েছেন বোলিং কোচের দায়িত্বে। বিক্রম রাঠোর ব্যাটিং কোচ এবং টি দিলীপ ফিল্ডিং কোচের ভূমিকা পালন করছেন। এর মধ্যে বিক্রম রাঠোর রবি শাস্ত্রী জমানার। এবার গম্ভীরের হাতে নতুন দায়িত্ব যাওয়ার পর তিনিই নিজের সাপোর্ট স্টাফ বেছে নেবেন।

প্ৰথমে টিম ইন্ডিয়া কোচের দায়িত্ব নেওয়ার বিষয়ে সন্দিহান ছিলেন গৌতি। লখনৌ থেকে কার্যত হাইজ্যাক করে গম্ভীরকে কেকেআরের এনেছিলেন শাহরুখ খান। আগামী দশ বছর গম্ভীরের হাতে দায়িত্ব সঁপে দিতে চেয়েছেন কিং খান।

বন্ধু শাহরুখের কথা ভেবেই নিজেকে প্রাথমিকভাবে টিম ইন্ডিয়া দায়িত্ব নেওয়া থেকে বিরত রেখেছিলেন। তবে ঘটনাস্রোত তাঁকে সেশমেষ কেকেআর ছাড়তে বাধ্য করছে।

কেকেআর তিনবার যে আইপিএল জয়ী হয়েছে, তিনবার-ই গম্ভীরের স্পর্শ রয়েছে। প্ৰথম দুবার ক্যাপ্টেন হিসাবে নাইটদের চ্যাম্পিয়ন করেছিলেন। এবার মেন্টর হয়ে একদশকের ট্রফি খরা ঘুচিয়ে দিয়েছেন।

তবে কেকেআরে সেই অতীত হয়েই যাচ্ছেন তিনি।

KKR Kolkata Knight Riders BCCI Indian Team Gautam Gambhir Indian Cricket Team
Advertisment