হঠাৎ রটে গিয়েছিল লখনৌ সুপার জায়ান্ট ছাড়ছেন মেন্টর গৌতম গম্ভীর। তবে ঘটনা হল, মোটেই লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছেন না কেকেআরের হয়ে জোড়া আইপিএল জয়ী অধিনায়ক। তবে ২০২৪-এ লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এক বছর ক্রিকেট থেকে দূরে থাকতে পারেন।
গত আইপিএলের পর এন্ডি ফ্লাওয়ারের বিদায় পাকা হয়েছে লখনৌয়ে। হেড কোচ হিসেবে যোগ দিয়েছেন জাস্টিন ল্যাঙ্গার। সেই সঙ্গে টিম ইন্ডিয়ার প্রাক্তন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদও আপাতত লখনৌয়ের কোচিং স্টাফে। হঠাৎ করেই গত কয়েকদিন ধরে কানাঘুষোয় শোনা যাচ্ছিল গৌতম গম্ভীর এবং লখনৌ ফ্র্যাঞ্চাইজির হয়ত বিচ্ছেদ ঘটতে পারে। তবে বর্তমানে জানা যাচ্ছে, রাজনৈতিক কারণে গম্ভীর ক্রিকেট থেকে বিশ্রামে থাকতে পারেন।
নিউজ-১৮'কে গোটা ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল এক ব্যক্তি জানিয়ে দিয়েছেন, "পরের আইপিএলে গৌতম গম্ভীরকে হয়ত দেখা যাবে না। রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে। ২০২৪ লোকসভা নির্বাচনে পুরোপুরি মনোনিবেশ করতে চান তিনি।"
ক্রিকেট থেকে অবসরের পর গম্ভীর রাজনীতিতে যোগ দেন। বিজেপির টিকিটে গত লোকসভা নির্বাচনে দিল্লি পূর্ব কেন্দ্রে জয়ী হয়ে তিনি সাংসদও হন। সেই ব্যক্তি জানাচ্ছেন, "দিল্লিতে গম্ভীর বিজেপির মুখ হয়ে উঠেছেন। গোটা কেন্দ্র জুড়েই উনি অসম্ভব জনপ্রিয়। এই কারণেই উনি লোকসভা নির্বাচনের আগে সক্রিয় থাকবেন। আইপিএলের জন্য সময় পাবেন না গম্ভীর।"
যাইহোক, আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজির মধ্যে লখনৌ সুপার জায়ান্ট ফ্র্যাঞ্চাইজি অন্যতম। ২০২২ এবং ২০২৩-এ ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছে এই ফ্র্যাঞ্চাইজি। কেএল রাহুলের নেতৃত্বে আইপিএলে প্ৰথমবারেই প্লে অফে পৌঁছে গিয়েছিল লখনৌ। গত সিজনেও কেএল রাহুলের অধিনায়কত্বে ভালো পারফর্ম করে লখনৌ। চোটের কারণে কেএল রাহুল ছিটকে গেলেও বাকি সিজনে ক্রুনাল পান্ডিয়া দলকে দারুণভাবে নেতৃত্ব দেন।