Advertisment

৩৭০ ধারা প্রত্যাহারের প্রতিবাদ আফ্রিদির, পাল্টা দিলেন গম্ভীর

তাঁদের বাইশ গজের প্রতিদ্বন্দ্বিতা এখন অতীত। কিন্তু শহিদ আফ্রিদি বনাম গৌতম গম্ভীরের লড়াই অব্য়াহত। সাম্প্রতিক অতীতে আফ্রিদি সুযোগ পেলেই গম্ভীরকে খোঁচা দিয়েছেন, আর গম্ভীরও স্টেপআউট করে তাঁকে মাঠের বাইরে পাঠিয়েছেন বারবার।

author-image
IE Bangla Web Desk
New Update
Gautam Gambhir says Afridi ‘spot on’, all crimes against humanity taking place in PoK

৩৭০ ধারা প্রত্যাহারের প্রতিবাদ আফ্রিদির, গম্ভীর দিলেন পাল্টা

তাঁদের বাইশ গজের প্রতিদ্বন্দ্বিতা এখন অতীত। কিন্তু শহিদ আফ্রিদি বনাম গৌতম গম্ভীরের লড়াই অব্য়াহত। সাম্প্রতিক অতীতে আফ্রিদি সুযোগ পেলেই গম্ভীরকে খোঁচা দিয়েছেন, আর গম্ভীরও স্টেপআউট করে তাঁকে মাঠের বাইরে পাঠিয়েছেন বারবার।

Advertisment


শেষ কয়েক ঘণ্টা আগেই এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহার করেছে তারা। পাশাপাশি জম্মু-কাশ্মীর ও লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

মোদী সরকারের এই সিদ্ধান্তেরই তীব্র প্রতিবাদ করেছেন প্রাক্তন পাক অলরাউন্ডার আফ্রিদি। ওয়াঘার ওপার থেকে রাষ্ট্রপুঞ্জের ওপর ক্ষোভ উগরে দিয়েছেল লালা। তিনি টুইটারে লিখেছেন,"রাষ্ট্রপুঞ্জের নিয়ম অনুযায়ী কাম্মীরকেও তাদের প্রাপ্য় অধিকার দেওয়া উচিত। যে স্বাধীনতা আমরা সকলে পেয়ে থাকি। তাহলে কেন এটা তৈরি করা হলো? রাষ্ট্রপুঞ্জ কি ঘুমাচ্ছে? কোনও প্ররোচনা ছাড়াই এখানে হিংসা ও অপরাধ চলছে মানবিকতার বিরুদ্ধে।"

আরও পড়ুন: ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে কী বলছেন দেশের ক্রীড়া তারকারা?

আর এই টুইট দেখেই নিজেকে শান্ত রাখতে পারেননি দেশের প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ও বিজেপি-র সাংসদ। গম্ভীর লেখেন, "এই বিষয়টা সামনে আনার জন্য় আফ্রিদির তারিফ করা উচিত। ও শুধু একটা বিষয় বলতে ভুলে গিয়েছে। যা ঘটছে সবটাই পাক অধিকৃত কাশ্মীরে হচ্ছে। চিন্তা করার কিছু নেই। সেটাও আমরা ঠিক করে দেব।"

অতীতেও কাশ্মীর নিয়ে মুখ খুলেছিলেন আফ্রিদি। লন্ডনের এক স্কুলে ছাত্রছাত্রীদের সামনে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেছিলেন, "কাশ্মীরে শান্তি ফিরুক। পাকিস্তানের কাশ্মীর চাই না। ভারতকেও কাশ্মীর দেওয়ার প্রয়োজন নেই। কাশ্মীরকে স্বাধীন করে ওখানকার মৃত্য়ুমিছিল বন্ধ হোক। মানবতাকর জয় হোক।"

Article 370 Shahid Afridi Gautam Gambhir
Advertisment