Gautam Gambhir wants Abhishek Nayar: ভারতীয় দলের কোচ ঘোষিত হওয়ার পর মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন তারকাকে সহকারি কোচ পদে চান গৌতম গম্ভীর। বিসিসিআই ইতিমধ্যেই গম্ভীরকে নিজের মত দল সাজানোর অনুমতি দিয়েছে। খবরে প্রকাশ, গম্ভীর কেকেআর ফ্র্যাঞ্চাইজির এক কোচিং স্টাফকে ভারতীয় দলের সহকারি কোচ পদে চান।
সদ্যসমাপ্ত টি২০ বিশ্বকাপ পর্যন্ত রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচ পদে ছিলেন। মেন ইন ব্লু এবারের টি২০ বিশ্বকাপ জিতেছে। তাতে ভারতীয় দলের ১১ বছরের আইসিসি ট্রফির খরা কেটেছে। তারপরই কথামতো বোর্ডের সঙ্গে দ্রাবিড়ের চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এরপর মঙ্গলবারই আনুষ্ঠানিকভাবে বিসিসিআই গৌতম গম্ভীরকে ভারতীয় দলের কোচ নিযুক্ত করেছে। বিসিসিআই সচিব জয় শাহ নিজে এই ঘোষণা করেছেন। আর, তারপরই গম্ভীরকে তাঁর সাপোর্টিং স্টাফ সাজিয়ে নেওয়ার জন্য ছাড় দিয়েছে বিসিসিআই।
তারপরই গম্ভীর নাকি মুম্বই ইন্ডিয়ান্সের এক প্রাক্তন তারকাকে দলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চেয়েছেন। কলকাতা নাইট রাইডার্সে গম্ভীরের সহকারি কোচ হিসেবে কাজ করা অভিষেক নায়ারকে গম্ভীর জাতীয় দলেও তাঁর সহকারি কোচ পদে চেয়েছেন। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ইতিমধ্যেই নায়ারের সঙ্গে মৌখিক কথাবার্তাও হয়ে গিয়েছে। ভারতীয় জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় অভিষেক নায়ার কেকেআর একাডেমিরও ডিরেক্টর পদে রয়েছেন।
আরও পড়ুন- রোহিতের ‘স্ত্রী’ দ্রাবিড়! বিশ্বকাপ জয়ের দুই মহানায়কের সম্পর্কের কথা এবার ভাইরাল করলেন রীতিকা
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলা অভিষেক নায়ার কোচ হিসেবেও ইতিমধ্যে রীতিমতো দাগ কেটেছেন। রিংকু সিংয়ের মত বেশ কয়েকজন খেলোয়াড়কে তিনি জাতীয় ক্রিকেটে তুলে ধরেছেন। দীনেশ কার্তিকের দীর্ঘস্থায়ী ক্রিকেট জীবনের জন্যও নায়ারকে বিশেষ কৃতিত্ব দেওয়া হয়। নায়ারের সৌজন্যেই নাকি কার্তিকের ব্যাটিং গভীরতা বেড়েছে। আর, নায়ার যদি চলে যান, তবে সেটা কেকেআরের ওপর এক বড় আঘাত হবে। কারণ, ২০২৪ আইপিএল জেতাতে গম্ভীরের পাশাপাশি নায়ারের ভূমিকাও ছিল অনবদ্য। একইসঙ্গে মেরুদণ্ডের এই দুই অংশকে হারানোর ফলে কেকেআর রীতিমতো দুর্বল হয়ে পড়বে। বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ, গম্ভীর কিংবদন্তি ফিল্ডার জন্টি রোডসকে ভারতীয় দলের ফিল্ডিং কোচ পদে চেয়েছেন।