Advertisment

Gautam Gambhir-Ryan ten Doeschate: KKR-এর এই বিদেশিকে কোচিং স্টাফে চাইছেন গম্ভীর, টিম ইন্ডিয়ার কোচ হয়েই ঝড় তুলছেন গৌতম

Team India head coach Gautam Gambhir: ৪৪ বছরের রায়ান টেন দুশখাতে কেকেআরের হয়ে আইপিএলে খেলেছেন গৌতম গম্ভীরের নেতৃত্বে। খেলা ছেড়ে দেওয়ার পর কেকেআরের বর্তমানে ফিল্ডিং কোচ-ও তিনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
KKR mentor Gautam Gambhir appointed as Team India coach:

KKR mentor Gautam Gambhir appointed as Team India coach: কেকেআরকে আইপিএলে চ্যাম্পিয়ন করেছেন মেন্টর গম্ভীর (টুইটার)

Ryan ten Doeschate in Team India support staff, Gautam Gambhir: ভারতীয় দলের কোচিং স্টাফ পুরোপুরি দেশীয়দের নিয়েই গড়া হবে। বেশ কয়েক বছর ধরেই বোর্ডের এই নীতি কার্যত প্রকাশ্যে চলে এসেছে। রবি শাস্ত্রী হোক বা রাহুল দ্রাবিড় জমানা- কোচিং স্টাফে বিদেশিদের নিয়োগ যেন কার্যত অলিখিতভাবে 'না' হয়ে দাঁড়িয়েছিল। সহকারী কোচ তো বটেই ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোচ, ফিজিওথেরাপিস্ট, ম্যাসিওর, ভিডিও এনালিস্ট- সকলেই ছিলেন নিখাদ ভারতীয়। সেই ট্র্যাডিশনেই এবার ছেদ ফেলতে চলেছেন গৌতম গম্ভীর।

Advertisment

বোর্ডের কাছে তিনি সহকারী হিসাবে কেকেআরের কোচিং স্টাফে থাকা রায়ান টেন দুশখাতের নাম নাকি প্রস্তাব করেছেন। এখন ডাচ তারকার টিম ইন্ডিয়ার কোচিং স্টাফে অন্তর্ভুক্তির বিষয়টি পুরোপুরি জয় শাহদের কোর্টে।

আরও পড়ুন: কোহলিকে অন্ধকারে রেখেই গম্ভীরকে হেড কোচ! বিস্ফোরক রিপোর্টে প্রকাশ্যে জয় শাহদের মাস্টারস্ট্রোক

৪৪ বছরের রায়ান টেন দুশখাতে কেকেআরের হয়ে আইপিএলে খেলেছেন গৌতম গম্ভীরের নেতৃত্বে। খেলা ছেড়ে দেওয়ার পর কেকেআরের বর্তমানে ফিল্ডিং কোচ-ও তিনি। আইপিএল ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লিগে কেকেআরেরই অন্যান্য সিস্টার কনসার্নে রায়ান টেন দুশখাতে কোচিং করাচ্ছেন। সিপিএল তো বটেই দক্ষিণ আফ্রিকান লিগেও জড়িত তিনি।

গম্ভীরের সঙ্গে তাঁর সম্পর্ক বরাবর ভালো। কয়েক সপ্তাহ আগেই ডাচ তারকাকে নাইট রাইডার্স-এর সবথেকে 'নিঃস্বার্থ' ব্যক্তি বলে দাগিয়ে দিয়েছিলেন। ভাইরাল হয়ে যাওয়া সেই ভিডিওয় গম্ভীরকে বলতে শোনা গিয়েছিল, "নিঃস্বার্থ কোনও ব্যক্তির কথা বলতে হলে রায়ানের নাম-ই বলব। কেরিয়ারে কখনই ওঁর মত সেরা টিম ম্যান দেখিনি। ও আমার দেখা সবথেকে নিঃস্বার্থ মানুষ। ওঁর জন্য বুকে বুলেট নিতেও আমি প্রস্তুত। ও এমন একজন যাঁকে আমি জীবনভর বিশ্বাস করতে পারি।" সেই রায়ান টেন দুশখাতেকেই এবার সহকারী করতে চেয়ে উঠেপড়ে লাগলেন টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ।

জানা যাচ্ছে, বোর্ড ফিল্ডিং কোচ হিসেবে টি দিলীপকে ধরে রাখতে চাইছে। সেক্ষেত্রে ফিল্ডিং কোচ নয়, বরং সহকারী হিসাবে টিম ইন্ডিয়ায় যোগ দিতে পারেন রায়ান টেন।

গম্ভীর কোচ হওয়ার পর কেকেআরের কোচিং স্টাফ-ই যেন তুলে আনতে চলেছেন। ব্যাটিং কোচ হিসেবে গম্ভীরের কোচিং স্টাফে থাকতে চলেছেন অভিষেক নায়ার। যিনি বর্তমানে কেকেআরের ব্যাটিং কোচ। অভিষেক নায়ারকে ব্যাটিং কোচ হওয়ার পাশাপাশি সহকারী কোচ হিসেবে বাড়তি দায়িত্ব অর্পণ করতে পারে বিসিসিআই। রায়ান টেন দুশখাতেকে কোচ করলে পুরো কোচিং স্টাফেই অল্পবিস্তর রদবদল করতে হবে। বোর্ড তা করতে রাজিও।

Team India Indian Team Kolkata Knight Riders Gautam Gambhir Indian Cricket Team KKR
Advertisment