Advertisment

India head coach job: গম্ভীর নয়, দুর্ধর্ষ সাক্ষাৎকার বাংলার প্রাক্তন কোচের! টিম ইন্ডিয়ার কোচ বাছাইয়ে বড় টুইস্ট শেষবেলায়

Gautam Gambhir next Indian Team coach: ক্রিকেট উপদেষ্টা কমিটির তিন সদস্য- অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জপে এবং সুলক্ষনা নায়েকের দায়িত্ব ছিল সলিল আনকোলার জায়গায় নতুন নির্বাচক বেছে নেওয়াও।

IE Bangla Sports Desk এবং Subhasish Hazra
New Update
Gautam Gambhir, Team India, BCCI head coach

Gautam Gambhir, BCCI: জাতীয় দলের কোচিংয়ের জন্য নজরে গৌতম গম্ভীর (টুইটার)

Indian cricket coach: বিসিসিআইয়ের ক্রিকেট উপদেষ্টা কমিটি শেষমেশ জাতীয় দলের হেড কোচের জন্য গৌতম গম্ভীরের সাক্ষাৎকার নিল। মঙ্গলবার মোট দুইজনের সাক্ষাৎকার পর্ব মিটল। সিএসির যতীন পরাঞ্জপে, অশোক মালহোত্রা এবং সুলক্ষ্মনা নায়েকের কাছে গম্ভীরের সঙ্গেই হেড কোচের পদে সাক্ষাৎকার দেন ডব্লিউ ভি রামন।

Advertisment

জানা গিয়েছে, গম্ভীর নিজের বাড়ি থেকে ভার্চুয়াল কলে সাক্ষাৎকার পর্ব সমাপ্ত করেন। রামন থাকলেও নিজের দুর্ধর্ষ সিভির কারণে গম্ভীরই রাহুল দ্রাবিড়কে স্থলাভিষিক্ত করার জন্য ফেভারিট।

বোর্ডের এক সূত্র জানিয়েছেন, "গম্ভীর ভার্চুয়ালি হাজির ছিলেন। তবে রামনের প্রেজেন্টেশন কিন্তু দারুণ ছিল। প্রভাব ফেলার মত।"

কোচ হিসেবে ডব্লিউ ভি রামনের প্রোফাইল মোটেও হেলাফেলার নয়। তামিলনাড়ুর কোচ হিসেবে বিজয় হাজারে চ্যাম্পিয়ন করেছেন। বাংলার কোচ হয়েছিলেন। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের সহকারী, কেকেআরের ব্যাটিং কোচ হওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

এছাড়াও এনসিএ-র কোচিং প্যানেলে ব্যাটিং কোচ হিসেবে যুক্ত হয়েছিলেন রামন। ২০১৮-য় ভারতের মহিলা দলের হেড কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন।

জানা যাচ্ছে, বুধবার আরও দুই বিদেশি কোচের সাক্ষাৎকার পর্ব চলবে। তারপরেই বোর্ডের কাছে সুপারিশ করা হবে হেড কোচের নাম।

আরও পড়ুন: নামেই বিশ্বকাপ, ভারতকে নিয়ে আসলে পাড়ার টুর্নামেন্টে ICC! নির্লজ্জভাবে রোহিতদের জন্যই যাবতীয় সুবিধা

তবে বোর্ডের তরফে স্পষ্ট করা হয়নি সাপোর্ট স্টাফের জন্য আলাদা করে কোনও আবেদনের বিজ্ঞপ্তি ফেওয়া হবে কিনা। বোলিং কোচ পরশ মাম্বরে, ফিল্ডিং কোচ টি দিলীপ দুজনেই ছিলেন কোচ দ্রাবিড়ের বাছাই। দ্রাবিড় জমানা শেষের সঙ্গেই এই দুজন সহকারীর মেয়াদও শেষ হতে চলেছে। এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের বদলিও খুঁজতে হবে বিসিসিআইকে।

বোর্ডের এক কর্তা বলেছেন, "সহকারী নিয়োগের ক্ষেত্রে হেড কোচের মতামত গুরুত্ব পায়। কারণ হেড কোচ তাঁদেরকেই বেছে নেন যাঁদের সঙ্গে কাজ করতে উনি স্বচ্ছন্দ। বোর্ডও অবশ্য পছন্দের সহকারী হেড কোচের কাছে প্রস্তাব করতে পারে। তবে হেড কোচ হতে চলেছেন সম্ভবত গম্ভীর। তিনিই এই বিষয়ে শেষ কথা বলবেন।"

ক্রিকেট উপদেষ্টা কমিটির তিন সদস্য- অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জপে এবং সুলক্ষনা নায়েকের দায়িত্ব ছিল সলিল আনকোলার জায়গায় নতুন নির্বাচক বেছে নেওয়াও। আনকোলা এবং প্রধান নির্বাচক অজিত আগারকার দুজনেই পশ্চিমাঞ্চলের। তাই নতুন নির্বাচক বাছা হবে উত্তরাঞ্চল থেকে। গত বছর স্টিং অপারেশন কাণ্ডের পর প্রধান নির্বাচক পদ থেকে ইস্তফা দেন চেতন শর্মা। তারপরে অজিত আগারকার হন নতুন নির্বাচক প্রধান। আগারকারের নিয়োগের সময়ে ইতিমধ্যেই আনকোলা ছিলেন পশ্চিমাঞ্চল থেকে।

নির্বাচক কমিটির সদস্য হওয়ার জন্য ইতিমধ্যেই আবেদন করেছেন কিষান মোহন, নিখিল চোপড়া, মিঠুন মানহাস এবং রিতিন্দর সিং সোধি। জানা যাচ্ছে মানহাস এবং সোধি পরবর্তী নির্বাচক হওয়ার বিষয়ে ফেভারিট।

Indian Cricket Team BCCI Indian Team Gautam Gambhir
Advertisment