Gautam Gambhir's Request for Cheteshwar Pujara: বর্ডার গাভাসকার ট্রফিতে ভারত এখন ডুবন্ত জাহাজ। একটা ম্যাচ বাকি থাকতেই সিরিজে ভারত আপাতত পিছিয়ে পড়েছে ১-২ ব্যবধানে। এমন অবস্থায় হেড কোচ গৌতম গম্ভীর জাতীয় দলের স্কোয়াডে চেতেশ্বর পূজারার মত অভিজ্ঞ এক তারকাকে চেয়েছিলেন। তবে গম্ভীরের সেই ইচ্ছা পত্রপাঠ খারিজ করে দেন নির্বাচকরা।
মেলবোর্নে হারের পর ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ড্রেসিংরুমে চরম অসন্তোষ দানা বেঁধেছে। দলের তারকাদের একহাত নিয়েছেন হেড কোচ গৌতম গম্ভীর।
জাতীয় দলের হয়ে ১০০ টেস্ট খেলা পূজারা ২০২৩-এ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর থেকে বাদ পড়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে পূজারা সেবার দুই ইনিংসে করেছিলেন ১৪ এবং ২৭ রান। অস্ট্রেলিয়ায় ভারতীয় টপ অর্ডার ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে চলেছে।
এমন অবস্থায় অস্ট্রেলিয়ার মাটিতে ১১ টেস্টে ৪৭.২৮ গড় নিয়ে ৯৯৩ রান করা পূজারা হয়ত ব্যাটিংয়ে স্তম্ভ হতেই পারতেন। পারথ টেস্টে জয়ের পরেও গম্ভীর পূজারাকে দলে অন্তর্ভুক্ত করতে রাজি ছিলেন। ২০১৮/১৯ সিরিজে পূজারা ১২৫৮ বল খেলে ৫২১ রান করেছিলেন। ২০২১-এ আবার পূজারা ৯২৮ বল কাটিয়ে ২২১ রান করেন। দুই সিরিজেই ভারত জয়লাভ করে।
পূজারা এবার ভারতীয় দলের সঙ্গে না খেলায় স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন অজি বোলার জস হ্যাজেলউড। নভেম্বরে বলে দিয়েছিলেন, "আমি খুশি যে চেতেশ্বর পুজারা এখানে নেই। ও এমন একজন যে সময় নিয়ে ব্যাটিং করে এবং ক্রিজে অনেক সময় কাটায়। ওঁর উইকেটের জন্য প্রতিবারই কঠোর পরিশ্রম করতে হয়। অস্ট্রেলিয়ার পূর্ববর্তী সফর ও বরাবর ভালো করে এসেছে। আমি বলতে চাই যে সবসময় প্রথম শ্রেণীর তরুণ খেলোয়াড়রা ভারতীয় দলে আসছে।"
অক্টোবর মাসে, পূজারা নিজের ২৫তম রঞ্জি শতরান করেন। এবং রাজকোটে দ্বিতীয় রাউন্ডে ছত্তিশগড়ের বিপক্ষে সৌরাষ্ট্রের হয়ে সেই শতরান তিনি নিজের ১৮তম প্রথম শ্রেণির ডাবল সেঞ্চুরিতে রূপান্তরিত করেন। এই কৃতিত্বের মাধ্যমে, তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বাধিক ডাবল সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের তালিকায় শুধুমাত্র ডন ব্র্যাডম্যান (৩৭), ওয়ালি হ্যামন্ড (৩৬) এবং প্যাটসি হেন্ড্রেন (২২)-এর পিছনে রয়েছেন।