Advertisment

Gautam Gambhir salary: কত টাকা বেতন পাবেন গম্ভীর, কোচ চূড়ান্ত হওয়ার পর আসল কাহিনী চমকে দেবে

Team India head coach Gautam Gambhir: গম্ভীরকে কত টাকায় রাজি করালেন জয় শাহরা, জেনে নিন

author-image
IE Bangla Sports Desk
New Update
Gautam Gambhir, BCCI, Team India head coach

Gambhir as head coach: জয় শাহ ও গৌতম গম্ভীর। (টুইটার)

Gautam Gambhir salary as Team India head coach: ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান কোচ পদে গম্ভীরের নামে মঙ্গলবারই সিলমোহর দিয়েছে। কিন্তু এখনও বিসিসিআইয়ের সঙ্গে বেতন নিয়ে চুক্তি স্বাক্ষর করেননি গৌতম গম্ভীর। তবে, সেটা গম্ভীরের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে বাধা হবে না বলেই দাবি সংবাদ সংস্থার। এই দাবি করার কারণ, গম্ভীর ইতিমধ্যে তাঁর সাপোর্টিং স্টাফ খোঁজার দিকে মন দিয়েছেন। এই সাপোর্টিং স্টাফদের নিয়েই তিনি ভারতীয় দলকে কোচিং করাবেন। আপাতত তিন বছরের মেয়াদে গম্ভীরকে ভারতীয় কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।

Advertisment

মঙ্গলবার, বিসিসিআই সেক্রেটারি জয় শাহ আনুষ্ঠানিকভাবে গম্ভীরের নিয়োগের কথা ঘোষণা করেছেন। তার আগে দীর্ঘদিন ধরে ভারতীয় দলের প্রধান কোচ পদে গম্ভীরের নাম নিয়ে জল্পনা চলছিল। তার মধ্যেই এবার সামনে এল যে গম্ভীরের বেতন এখনও চূড়ান্ত হয়নি। তবে, সেটা তাঁর পূর্বসূরি রাহুল দ্রাবিড় বা রবি শাস্ত্রীর মতই হবে বলে আশা করা হচ্ছে।

বিসিসিআইয়ের একটি সূত্র এই ব্যাপারে সংবাদ সংস্থাকে জানিয়েছে, 'গম্ভীর দায়িত্ব নিয়েছেন, এটাই বড় ব্যাপার। বেতনের ব্যাপারটা তেমন বড় কোনও বিষয় নয়। কেউ তো আর কোথাও পালিয়ে যাচ্ছে না। সুতরাং, সেটা ঠিক করে নেওয়া যাবে। রবি শাস্ত্রী যখন যোগ দিয়েছিল, ওঁর সঙ্গে তো কোনও চুক্তিও ছিল না। টাকাপয়সার ব্যাপারটা সেখানেও আটকায়নি। গৌতমের ক্ষেত্রে সবটাই একদম চুলচেরা নিয়ম অনুযায়ী করা হচ্ছে। বেতনটা রাহুল দ্রাবিড়ের মতই হবে।'

একইসঙ্গে বিসিসিআই বুঝিয়ে দিয়েছে, গম্ভীরকেও তাঁর পছন্দসই সাপোর্ট টিম দেওয়া হবে। এই সাপোর্ট টিম এনসিএ (ন্যাশনাল ক্রিকেট একাডেমি)-র কোচদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় রেখে ভারতীয় এ এবং অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের থেকে সিনিয়র জাতীয় দলে খেলোয়াড়দের ছেঁকে তুলতে পারবে।

আরও পড়ুন- কে কোহলি, চিনিই না! না চেনার ভান করে বিরাটকে অপমানের রাস্তায় হাঁটলেন কিংবদন্তি ইব্রাহিমোভিচ

এসব সম্পর্কে প্রতিক্রিয়ায় গম্ভীর ইতিমধ্যেই বলেছেন, 'আমি বিসিসিআই, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ, সাপোর্ট স্টাফ এবং খেলোয়াড়দের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য মুখিয়ে আছি। আসন্ন টুর্নামেন্টে সাফল্য অর্জনই এখন একমাত্র লক্ষ্য।' লক্ষ্মণ বর্তমানে ভারতীয় সিনিয়র দলের অস্থায়ী কোচ হিসেবে টি২০ দলের সঙ্গে জিম্বাবুয়েতে আছেন। তিনি ফিরে আসার পরে, নতুন প্রধান কোচ গৌতম গম্ভীর, নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকার, দুই অধিনায়ক রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়ার সঙ্গে আলোচনায় বসবেন। সেই বৈঠকেই ভবিষ্যতের কর্মপন্থা ঠিক হবে।

Gautam Gambhir BCCI Hardik Pandya VVS Laxman Rahul Dravid Rohit Sharma Ravi Shastri Indian Cricket Team Ajit Agarkar
Advertisment