Gautam Gambhir salary as Team India head coach: টিম ইন্ডিয়ার নতুন প্রধান কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বে, ভারত আগামী তিন বছরে পাঁচটি আইসিসি টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। এর মধ্যে রয়েছে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। তারপরে আগামী বছরের শেষের দিকে একটি সম্ভাব্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও আছে। মঙ্গলবারই, বিসিসিআই সচিব জয় শাহ রাহুল দ্রাবিড়ের জায়গায় গৌতম গম্ভীরকে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন প্রধান কোচ নিযুক্ত করেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৭ জুলাই থেকে শুরু হওয়া সীমিত ওভারের সিরিজ দিয়ে গম্ভীরের কার্যকালের মেয়াদ শুরু হবে। শ্রীলঙ্কায় ভারতীয় দল, তিনটি ওয়ানডে এবং তিনটি টি২০ ম্যাচ খেলবে।
পাশাপাশি গম্ভীরের নেতৃত্বে ভারতীয় দল, ২০২৬ সালের টি২০ বিশ্বকাপ এবং ২০২৭ সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপেও অংশ নেবে। ওই বছরই আরেকটি সম্ভাব্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও খেলবে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, গম্ভীরের বেতন নিয়ে আলোচনার কারণেই তাঁর নিয়োগে বিলম্ব হচ্ছিল। সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি। তবে বিসিসিআই সূত্রে খবর, গম্ভীর দ্রাবিড়ের সমানই মাইনে পাবেন। সংবামাধ্যমের প্রতিবেদন অনুসারে গম্ভীরের বার্ষিক আয় হতে চলেছে প্রায় ১২ কোটি টাকা।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, তাঁর বেতন ছাড়াও গম্ভীর বিদেশ সফরের সময় দৈনিক ২১,০০০ টাকা করে ভাতা পাবেন। তিনি দলের সঙ্গে বিজনেস ক্লাসে ভ্রমণ করবেন। আর, ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের জন্য দেওয়া বিশেষ সুযোগ-সুবিধা, বিশ্বমানের আবাসনে থাকার সুযোগ পাবেন।
গৌতম গম্ভীর তাঁর ক্রিকেট কেরিয়ারে ভারতের হয়ে ৫৮টি টেস্ট, ১৪৭টি ওয়ানডে এবং ৩৭টি টি২০ খেলেছেন। ২০০৭ টি২০ বিশ্বকাপ ফাইনাল এবং ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ভারতের জয়ে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইপিএলে তাঁর নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স দুটি শিরোপা পেয়েছিল। তার মধ্যে প্রথমটি পেয়েছিল ২০১২ সালে। দ্বিতীয়টি ২০১৪ সালে। আর, গম্ভীরের মেন্টরশিপে কেকেআর ২০২৪ সালে তৃতীয় আইপিএল জিতেছে।
বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ, বর্তমানে গম্ভীরের আর্থিক ক্ষমতা এবং সম্পত্তির মোট পরিমাণ প্রায় ২৬৫ কোটি টাকা। এমনটা বলছে তাঁর আয়কর রিটার্ন। সংবাদসংস্থার প্রতিবেদন অনুসারে, ২০১৯ সালে ভারতীয় জনতা পার্টির হয়ে রাজনীতিতে প্রবেশের সময় গৌতম গম্ভীরের বার্ষিক আয় ছিল ১২.৪০ কোটি টাকা। ২০১৯ লোকসভা নির্বাচনের সময় তাঁকে দিল্লির অন্যতম ধনী প্রার্থী হিসেবে চিহ্নিত করা হয়েছিল।