Gavaskar on Rohit, Kohli: রোহিত শর্মা এবং বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে মোটেও আশাবাদী নন, কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। সদ্যসমাপ্ত বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারত নয় বারের মধ্যে ছয় বার ২০০ রানের সীমা অতিক্রম করতে পারেনি। তার অন্যতম প্রধান কারণ ছিল ব্যাটিংয়ে বিরাট কোহলি ও রোহিত শর্মার ধারাবাহিক ব্যর্থতা। সেই কারণেই সদ্যসমাপ্ত সিরিজ যাঁর নামে, ভারতের সেই কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাসকর নির্বাচকদের কার্যত ঘুরিয়ে পরামর্শ দিয়েছেন, বিরাট কোহলি ও রোহিত শর্মার ভবিষ্যৎ নির্ধারণ করতে।
সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাসকর বলেছেন, 'ওঁরা কতক্ষণ ব্যাটিং চালিয়ে যাবে, তা নির্বাচকদের ওপর নির্ভর করছে। এখন যেহেতু ভারত ডব্লুটিসি (বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ) ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে, এটি কেন ঘটেছে, তার কারণ নির্ধারণ করাটা গুরুত্বপূর্ণ।'
সিরিজে কোহলি ৫ টেস্টে ১৯০ রান করেছেন। আর রোহিত ৪ টেস্টে মাত্র ৩১ রান করেছেন। যার জেরে অস্ট্রেলিয়া ১০ বছর পর বর্ডার-গাভাসকর ট্রফি (বিজিটি) সিরিজ পুনরুদ্ধার করেছে। গাভাসকর জানিয়েছেন যে শুধু বিজিটি সিরিজই নয়, ভারতীয় ব্যাটারদের বারবার ব্যর্থতার ফলেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হতে হয়েছে।
গাভাসকর বলেন, 'এটা পরিষ্কার যে গত ছয় মাসে আমরা ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছি। আর, যে ম্যাচ আমাদের জেতা উচিত ছিল, তা হেরে যাওয়ার এটাই প্রধান কারণ। সুতরাং, যদি ইংল্যান্ডে জুনের মাঝামাঝি থেকে শুরু হওয়া ডব্লিউটিসির নতুন চক্রের জন্য ভারতীয় দলে পরিবর্তনের দরকার হয়, তবে আশা করি নির্বাচকরা সেটা বিবেচনা করবেন। যাতে ২০২৭ সালের ফাইনালের জন্য দল বাছাই করা যায়।' ভারতীয় টেস্ট দল গত কয়েক মাস ধরেই অত্যন্ত খারাপ খেলছে। শেষ ৮টির মধ্যে মাত্র ১টি ম্যাচ জিতেছে।
আরও পড়ুন- গিল 'হাইলি ওভাররেটেড', নির্বাচকদের তুলোধনা করে তুলকালাম প্রাক্তন অধিনায়কের
গাভাসকর কিছু খারাপ বলেননি। কারণ, গত ৮টি ম্যাচের মধ্যে বেশিরভাগ ম্যাচেই ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন ভারতীয় দলের দুই তারকা ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মা।