গত সেপ্টেম্বরে বেবি-বাম্পের ছবি পোস্ট করে সুখবর দিয়েছিলেন গীতা ফোগাট। আর ডিসেম্বরের শেষ দিনে তাঁর কোল আলো করে এল ফুটফুটে এক পুত্র সন্তান।
কমনওয়েলথে সোনা জয়ী ভারতীয় কুস্তিগীর তাঁর স্বামী পবন কুমার ও সদ্য় পৃথিবীর আলো দেখা খুদের সঙ্গে নিজের ছবি পোস্ট করলেন সোশাল মিডিয়ায়। এই খবর জানার পরেই শুভেচ্ছায় ভেসে গিয়েছেন তিনি। বোন ববিতাও সদ্যোজাত ও গীতার সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন সোশালে।
আরও পড়ুন-বেবি-বাম্পের ছবি পোস্ট করে সুখবর দিলেন গীতা ফোগাট
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/eee.jpg)
২০১০ সালে গীতা ইতিহাস লিখেছিলেন। দেশের প্রথম মহিলা কুস্তিগীর হিসাবে কমনওয়েলথে সোনা ছিনিয়ে এনেছিলেন। গীতা রিয়ালিটি শো ‘খতরো কে খিলাড়ি’র অষ্টম সংস্করণে অংশ নিয়েছিলেন।
২০১৭ সালে তিনি অল ইন্ডিয়া পুলিশ চ্য়াম্পিয়নশিপে সোনাও পান। কিন্তু ২০১৮-র কমনওয়েলথ গেমসে কোয়ালিফাই করতে পারেননি। ৫৭ কেজি-র ট্রায়ালে তিনি পুজা ধান্দার কাছে হেরে যান।