Imane Khelif, Algerian Olympic Gold Medallist Boxer Leaked Medical Report: মহিলাদের বক্সিংয়ে সোনা জিতেছিলেন। গোটা প্যারিস অলিম্পিক ঘিরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন আলজেরিয়ান বক্সার ইমেন খেলিফ। নারীবাদীরা প্রতিবাদে সরব হয়েছিলেন। সেই ইমেন খেলিফের বিরুদ্ধে আরও একটা চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস হয়ে গেল।
যে রিপোর্টে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মহিলাদের বক্সিংয়ে তাঁর খেলার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সেই বিস্ফোরক রিপোর্টের নাগাল রয়েছে ফরাসি সাংবাদিক জাফর অতিত অদিয়ার কাছে। সেই রিপোর্টে বলা হয়েছে, খেলিফ এমন এক অবস্থার শিকার যেখানে শারীরিক যৌন বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। এর ফলে লিঙ্গ নির্ধারণ সংক্রান্ত জটিলতা তৈরি হয়। দ্বিতীয় লিঙ্গের আচরণ সুস্পষ্ট হয়ে ওঠে।
সেই রিপোর্টে আরও বলা হয়েছে, খেলিফের অভ্যন্তরীণ অন্ডকোষ রয়েছে। এবং ক্রোমোজোম XY ঘরানার। এর ফলে যে শারীরিক কন্ডিশনের শিকার তিনি তাকে চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় বলা হয়, ৫-আলফা রিডাকটেস ডেফিসিয়েন্সি। প্যারিসের ক্রেমলিন বিসেত্রে হাসপাতাল এবং আলজিয়ার্স-এর মহম্মদ লামিনের দেবাঘাইন হাসপাতালের চিকিৎসা বিজ্ঞানীরা যৌথভাবে এই রিপোর্ট তৈরি করেছেন।
সেখানে স্পষ্টভাবে খেলিফের শারীরিক কন্ডিশন বিস্তারিতভাবে বলা হয়েছে। জানানো হয়েছে, অন্ডকোষ ছাড়াও মাইক্রো-পেনিস অর্থাৎ ছোট পুরুষাঙ্গের উপস্থিতি রয়েছে তাঁর শরীরে। নিজেকে মহিলা বলে দাবি করলেও মহিলাদের প্রধান স্ত্রী অঙ্গ জরায়ুই নেই তাঁর শরীরে।
আলজেরিয়ান এই এথলিট প্ৰথম থেকেই মহিলাদের বিভাগে অংশগ্রহণের জন্য শিরোনামে। ২০২৩-এ নয়াদিল্লিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সোনাজয়ের ম্যাচে বিশ্বব্যাডমিন্টন সংস্থার তরফে ইমেনের নামানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেই সিদ্ধান্ত ঘিরে একপ্রস্থ জলঘোলা হয়েছিল।
প্যারিস অলিম্পিকে এই বিতর্ক শতগুন বেড়ে যায়। ব্রিটিশ ক্রীড়া সঞ্চালক পিয়ার্স মর্গ্যান সরাসরি ইমনের অলিম্পিকে যোগদান নিয়ে প্রশ্ন তোলেন। লিঙ্গ ভিত্তিক ক্রীড়ায় ইমেনের অংশগ্রহণ নিয়ে আলোচনার দাবি তুলে দেন ইউএস-এর প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় বিতর্ক অবশ্য ধুলোয় মিশিয়ে দিয়ে ইমেন খেলিফ বলে দিয়েছিলেন, "আমি মেয়ে হিসাবে জন্মেছি। মেয়ে হিসাবে বেঁচে রয়েছি। মেয়ে হিসাবেই খেলায় কোয়ালিফাই করব।"
READ THE FULL ARTICLE IN ENGLISH