Virat Kohli blocked Glenn Maxwell on Instagram: আরসিবির দুই স্তম্ভ। দুজনের ব্রোম্যান্স দেখেছে আরসিবি। সেই বিরাট কোহলি এবং গ্লেন ম্যাক্সওয়েলের মধ্যে সম্পর্কের টানাপোড়েন অন্য মাত্রায় পৌঁছেছিল। যে কারণে ম্যাক্সওয়েলকে ইনস্টাগ্রামে ব্লকও করে দেন কিং কোহলি। এমন ঘটনা স্বীকার করে নিয়েছেন অজি সুপারস্টার নিজেই।
ম্যাক্সওয়েল নিজের আত্মজীবনী দ্যা শোম্যান-এ নিজের কেরিয়ারের একের পর এক ঘটনা তুলে ধরেছেন। বীরেন্দ্র শেওয়াগের সঙ্গে তাঁর সম্পর্ক কীভাবে তলানিতে ঠেকেছিল, সেই বিষয়ে আগেই বলেছিলেন। এবার সেই আত্মজীবনীর এক অংশেই ম্যাক্সওয়েল জানিয়েছেন, কেন বিরাট কোহলি তাঁকে ইনস্টাগ্রামে ব্লক করতে বাধ্য হয়েছিলেন।
পাঞ্জাব কিংসে একের পর এক মরশুমে ফ্লপ করার পর ফ্র্যাঞ্চাইজি তাঁকে ছেড়ে দিয়েছিল। সেই সময়ে কোহলি চেয়েছিলেন তিনি আরসিবিতে আসুন। এমনকি পাঞ্জাব কিংস অজি সুপারস্টারকে রিলিজ করে দেওয়ার পর কোহলি স্বয়ং আরসিবি ম্যানেজমেন্টের কাছে ম্যাক্সওয়েলের হয়ে তদবির করেন।
তবে অন্য ঘটনা ঘটেছিল ২০১৭-য়। সেই বছর অস্ট্রেলিয়া ভারত সফরে এসেছিল। তবে চরম উত্তেজনাপূর্ণ আবহে দুই দলই পরস্পরকে স্লেজিংয়ের তুঙ্গে পৌঁছেছিল। এতটাই পরিস্থিতি খারাপ হয় যে মাঠে প্রায় হাতাহাতি পর্যায়ে পৌঁছয়, দুই দলের উত্তেজনার ঘটনা।
রাঁচিতে কোহলি তৃতীয় টেস্ট চলাকালীন ডান কাঁধে চোট পান। অস্ট্রেলিয়া ফিল্ডিং করার সময় ম্যাক্সওয়েল কোহলির ডান কাঁধে চাপ দিয়ে স্লেজিং করতে শুরু করেন। এতেই ক্রুদ্ধ হয়ে যান বিরাট। শেষমেশ ইনস্টাগ্রামে অজি তারকাকে ব্লক করে রাগ মেটান। ম্যাক্সওয়েল পরবর্তীতে আরসিবিতে যোগ দেওয়ার পর পুরো বিষয়টি বুঝতে পারেন।
কোহলি আনব্লক করে দিয়ে সতীর্থদের সামনে নিজের কীর্তি প্রকাশ করেন। ২০২১-এ আরসিবিতে ম্যাক্সওয়েল যোগ দেওয়ার পরেই কোহলির সঙ্গে সম্পর্ক অন্য মাত্রায় পৌঁছয়। এখন দুজনেই অভিন্ন হৃদয় বন্ধু। সেই সিজনে ১৪.২৪ কোটিতে আরসিবি অজি তারকাকে নিলাম থেকে কেনে। ম্যাক্সওয়েলও প্ৰথম সিজনে ৫০০ রান করে তাঁর ওপর আস্থার মর্যাদা দেন।