আইলিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল দুনিয়ায় পদার্পন ঘটেছিল মোহনবাগানের। কিবু ভিকুনার সবুজ মেরুন বাহিনী সেবার ভারত সেরা হয়েছিল। রাতারাতি তারকা হয়ে গিয়েছিলেন ফ্রান গঞ্জালেজ, বাবা দিওয়ারারা। টুর্নামেন্টের টপ স্কোরার হয়েছিলেন স্প্যানিশ, সেনেগালিজ তারকা। তবে বাগান জার্সিতে নজর কেড়েছিলেন স্ট্রাইকার কমরন তুর্সনভও।
তাজিকিস্তানের সেই ফরোয়ার্ডই এবার নাম লেখালেন গোকুলাম কেরালায়। বাবা ডিওয়ারার সঙ্গে আপফ্রন্টে জুটি বেঁধেছিলেন তারকা। সেই তারকারই ভারতে নতুন ঠিকানা এবার আইলিগের দক্ষিণী ক্লাবটি।
মোহনবাগানে সেবার দ্বিতীয় ট্রান্সফার উইন্ডোয় এফসি ইস্তিকলোল থেকে লোনে নিয়ে এসেছিল তুর্সনভকে। তারপর ৮ ম্যাচ সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে ২ গোল করেছিলেন। আইলিগে চ্যাম্পিয়ন হওয়ার পরই মোহনবাগান সংযুক্ত হয় আইএসএল চ্যাম্পিয়ন এটিকের সঙ্গে। তৈরি করে দুর্দমনীয় ফ্র্যাঞ্চাইজি এটিকে-মোহনবাগান।
এটিকের সঙ্গে সংযুক্তির পর মোহনবাগানের চ্যাম্পিয়ন স্কোয়াড ভেঙে যায়। কোচ কিবু ভিকুনা কেরালা ব্লাস্টার্সের কোচ হয়ে দক্ষিণী ফ্র্যাঞ্চাইজিতে নাম লেখান। এটিকে মোহনবাগানের কোচের দায়িত্ব তুলে দেওয়া হয় এটিকেকে চ্যাম্পিয়ন করা আন্তোনিও লোপেজ হাবাসের হাতেই। যিনি এই সিজনেও বাগানে ফিরেছেন টিডি হিসাবে।
সবুজ মেরুন স্কোয়াড ভেঙে যাওয়ার পর সিজন শেষেই তুর্সনভকে সই করায় ট্রাউ এফসি। ট্রাউয়ের হয়ে হাজডজন গোল করেন। সেই সঙ্গে ভারতীয় ফুটবলে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখেন আইলিগের ইতিহাসে দ্রুততম গোল (৯ সেকেন্ড) করে। সেবার ট্রাউ তৃতীয় স্থানে ফিনিশ করেছিল।
ট্রাউয়ের সঙ্গে চুক্তির মেয়াদ শেষে তুর্সনভ তাজিক শীর্ষলিগে খুজান্দ এফসিতে চলে গেলেও মরশুম শেষ হওয়ার আগেই দ্বিতীয় ট্রান্সফার উইন্ডোয় ভারতে প্রত্যাবর্তন করেন আইলিগে সদ্য নাম লেখানো রাজস্থান ইউনাইটেডের জার্সি গায়ে।
২০২২-এ তুর্সনভ চার্চিল ব্রাদার্সে যোগ দেন লেবানিজ সেন্টার ব্যাক শাদি স্কাফ-এর পরিবর্ত হিসাবে। গত বছর ফের একবার পুরোনো ক্লাব ট্রাউ এফসিতে যোগ দিয়েছিলেন। ৮ গোল করে ভালো ফর্মের পরিচয়ও দিয়েছেন। তাজিকিস্তানের হয়ে ২৭ ম্যাচ খেলে ফেলা তারকাকে সই করিয়ে এবার বড়সড় ঘোষণা করল গোকুলাম কেরালা।