Advertisment

ICC Cricket World Cup 2019: বিশ্বকাপ বলে কথা, গুগলও খেলছে ক্রিকেট

দ্বাদশতম ক্রিকেট বিশ্বকাপের শুভসূচনা এদিন। দেড় মাসেরও বেশি সময় ধরে বাইশ গজ মাতবে ক্রিকেট মহোৎসবে। ঐতিহাসিক ওভালে উদ্বোধনী ম্য়াচে মুখোমুখি হচ্ছে আয়োজক দেশ ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

author-image
IE Bangla Web Desk
New Update
Google celebrates ICC tournament with animated doodle

বিশ্বকাপ বলে কথা, গুগলও খেলছে ক্রিকেট

ব্রিটিশ তল্লাটে বাইশ গজের শ্রেষ্ঠ কার্নিভাল শুরু আজ। বিশ্বকাপ বলে কথা। গুগলও খেলছে ক্রিকেট। এদিন গুগলের হোমপেজে চোখ রাখলেই দেখা যাবে যে, সেখানে অ্যানিমেটেড ডুডলে মেতেছে ক্রিকেট জ্বরে।

Advertisment

অ্যানিমেশনে দেখা যাচ্ছে একজন বোলার ছুটে এসে বল করছেন আর ব্যাটসম্যানের হিটের পরেই ফিল্ডার ক্যাচ নিচ্ছেন। বলাই বাহুল্য এক ক্লিকেই বিশ্বকাপের সমস্ত খুঁটিনাটি তথ্য হাজির করে দিচ্ছে গুগল। গুগলের সিইও সুন্দর পিচাই দায়িত্বে আসার পর থেকেই ক্রিকেট নিয়ে গুগলের একটা বাড়তি উন্মাদনা দেখা গিয়েছে। পিচাই নিজেও একজন ক্রিকেটের ডাই-হার্ড ফ্যান। ফলে তাঁর ভালবাসার প্রতিফলনও থাকে গুগলে।

আরও পড়ুন:ICC Cricket World Cup 2019: বিশ্বকাপে ডাবল বিরাট! লন্ডন মজে ভারত অধিনায়কে



দ্বাদশতম ক্রিকেট বিশ্বকাপের শুভসূচনা এদিন। দেড় মাসেরও বেশি সময় ধরে বাইশ গজ মাতবে ক্রিকেট মহোৎসবে। ঐতিহাসিক ওভালে উদ্বোধনী ম্য়াচে মুখোমুখি হচ্ছে আয়োজক দেশ ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। গতকাল বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলের অধিনায়ক লন্ডনের বাকিংহ্যাম প্যালেসে গিয়ে রানি এলিজাবেথ এবং প্রিন্স হ্যারির সঙ্গে দেখা করে এসেছেন। বিশ্বকাপে ১০ দলের মধ্যে ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। রাউন্ড রবিন ফর্ম্যাটেই এবার খেলা। প্রথম চার দল পৌঁছে যাবে সেমিফাইনালে।ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে আগামী ৫ জুন। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
Cricket World Cup
Advertisment