Ebenezer Cobb Morley Google Doodle: আধুনিক ফুটবলের জনককে শ্রদ্ধার্ঘ গুগলের

Ebenezer Cobb Morley 187th Birth Anniversary: আধুনিক ফুটবলের জনক এবেনেজার কব মরলিকে শ্রদ্ধার্ঘ জানাল গুগল। ১৮৬৩ সালে এফএ (ফুটবল অ্যাসোসিয়েশন) প্রতিষ্ঠা করেন তিনি।

Ebenezer Cobb Morley 187th Birth Anniversary: আধুনিক ফুটবলের জনক এবেনেজার কব মরলিকে শ্রদ্ধার্ঘ জানাল গুগল। ১৮৬৩ সালে এফএ (ফুটবল অ্যাসোসিয়েশন) প্রতিষ্ঠা করেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Google Doodle celebrates 187th birth anniversary of Ebenezer Cobb Morley

এবেনেজার কব মরলির জন্মদিনে ডুডুলের মাধ্যমে তাকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন গুগল।

Ebenezer Cobb Morley 187th Birth Anniversary: আধুনিক ফুটবলের জনক এবেনেজার কব মরলিকে শ্রদ্ধার্ঘ জানাল গুগল। ১৮৬৩ সালে এফএ (ফুটবল অ্যাসোসিয়েশন) প্রতিষ্ঠা করেন তিনি। ব্রিটিশ এই বাসিন্দা ছিলেন এফ-এর প্রথম সচিবও। বিশ্বের প্রাচীনতম ফুটবল সংস্থা এফএ। নিয়মকানুন তৈরি করে আধুনিক ফুটবলের একটা চেহারা দিয়েছিল এফএ। লন্ডনের ওয়েম্বলে স্টেডিয়ামেই এফএ-র অবস্থান। ইংল্যান্ড ফুটবলের প্রশাসক তারা।

Advertisment

Google Doodle celebrates 187th birth anniversary of Ebenezer Cobb Morley

এবেনেজার কব মরলি হালে জন্মগ্রহণ করেন। ২২ বছর বয়সেই শহর ছেড়ে বার্নেসে এসে ১৮৫৮-তে বার্নেস ক্লাব প্রতিষ্ঠা  করেন। এবেনেজার বেলের ‘লাইফ’ দৈনিকে ফুটবল অ্যাসোসিয়েশন গঠনের প্রস্তাব দেন লিখিত ভাবে।এরপরেই ইংল্যান্ডের ফুটবল ক্লাবগুলি বৈঠকে বসে এফএ তৈরি করে।

Advertisment

আরও পড়ুন: সোনা অথবা সেনা, প্রিমিয়র লিগের স্টার ফুটবলারের এটাই ভবিতব্য

এবেনেজার কব বার্নেসে নিজের ঘরে বসেই খেলার নিয়মকানুন তৈরি করেন। এরপর লন্ডনের বিখ্যাত বৈঠকখানা ফ্রিম্যাসনস’ ট্যাভার্নে ছ’বার বৈঠক করেন ক্লাবগুলির সঙ্গে। পরের দিকে তাঁর আনা ১৩টি নিয়ম ইংল্যান্ডের প্রতিটি ক্লাব মেনে চলতে শুরু করে। ১৮৬৩ সালে এফএ-র প্রথম সচিব হন। তিন বছর দায়িত্বে ছিলেন তিনি।এরপর ১৮৬৭ থেকে ১৮৭৪ পর্যন্ত সংগঠনের দ্বিতীয় সভাপতি হিসেবে কাজ করেন। এবেনেজারের জন্যই ফুটবলের ভাষা অনেকটাই বদলে গিয়েছিল। পেশায় আইনজীবী ছিলেন এবেনেজার।