Advertisment

পিছন থেকে ছড়ি ঘুরিয়েছেন ব্রিজভূষণ, WFI বোর্ডের সাসপেনশনের মাঝেই বিরাট তথ্য ফাঁস

ব্রিজ ভূষণের 'অনুরোধে'ই গোন্ডায় কুস্তির জাতীয় চ্যাম্পিয়ানশিপের আসর।

author-image
IE Bangla Sports Desk
New Update
Last straw: New panel’s decision to hold meet in Gonda — on MP’s ‘request’

বিজেপি সাংসদ এবং প্রাক্তন ডাব্লুএফআই প্রধান ব্রিজ ভূষণ সিং রবিবার নয়াদিল্লিতে মিডিয়াকে ভাষণ দিয়েছেন। (প্রবীণ খান্নার এক্সপ্রেস ছবি)

স্বেচ্ছাচারী পদক্ষেপের জন্য সঞ্জয় সিংয়ের নেতৃত্বে WFI-এর নব বোর্ডকে সাসপেন্ড করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। বিজেপি সাংসদ তথা ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সঞ্জয় সিং ফেডারেশনের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পরই সরব হয়েছিলেন অলিম্পিক পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক। ফেডারেশন প্রসঙ্গে মন্ত্রক বলেছে, ‘এখনও মনে হচ্ছে আগের পদাধিকারীরাই ফেডারেশন চালাচ্ছেন’। মন্ত্রক একটি দৃঢ় বিবৃতিতে বলেছে যে সঞ্জয় সিংয়ের নেতৃত্বে নবনির্বাচিত বোর্ড নিয়ম ভঙ্গ করেছে।

Advertisment

রবিবার একটি সংবাদ সম্মেলনে বক্তৃতা, প্রাক্তন WFI প্রধান ব্রিজভূষণ সিং বলেন, ' আমি ১২ বছর ধরে কুস্তিগীরদের জন্য কাজ করেছি। সময়ই বলে দেবে আমি ন্যায়বিচার করেছি কি না। আমি কুস্তি থেকে সম্পূর্ণ অবসর নিয়েছি। আমি কুস্তির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছি। এখন সরকারের এই সিদ্ধান্ত এবং সরকারের সঙ্গে আলোচনা নির্বাচিতরাই নেবেন'।

চলতি বছরের শুরুর দিকে, কুস্তিগীররা ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার ঘটনায় প্রতিবাদে সামিল হন। ব্রিজ ভূষণকে তার পদ থেকে বরখাস্ত করা হয় এবং সঞ্জয় সিংকে নতুন সভাপতি নির্বাচিত করা হয়। যিনি ব্রিজভূষণ ঘনিষ্ঠ।

সঞ্জয় সিংয়ের সভাপতি হওয়ার প্রতিবাদে বজরং পুনিয়াও তাঁর পদ্মশ্রী ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রী মোদীকে চিঠিও লিখেছেন তিনি। এই তিন কুস্তিগীরের নেতৃত্বে বহু কুস্তিগীর যন্তর মন্তরে ব্রজভূষণের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। এই কুস্তিগীররা ব্রিজ ভূষণের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। এই ঘটনায় এফআইআরও রেজিস্টার করেছে দিল্লি পুলিশ।

পাশাপাশি কুস্তিগির সাক্ষী মালিক অভিযোগ করেছেন যে তিনি বেশ কয়েকজন তরুণ মহিলা কুস্তিগীরের কাছ থেকে ফোন পেয়েছেন যে জুনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপ প্রাক্তন WFI সভাপতি ব্রিজভূষণের ঘাঁটি গোন্ডায় অনুষ্ঠিত হচ্ছে। এরপরই নবনির্বাচিত সংস্থাকে সাসপেণ্ড করে মন্ত্রক। সূত্রের খবর, সঞ্জয় সিংয়ের নেতৃত্বাধীন WFI এই আদেশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হবে। এই বিষয়ে ক্রীড়া মন্ত্রক একটি বিবৃতি জারি করে বলেছে যে জাতীয় প্রতিযোগিতাগুলি তাড়াহুড়ো করে ঘোষণা করা হয়েছিল এবং যথাযথ পদ্ধতি অনুসরণ করা হয়নি।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে ব্রিজ ভূষণ শরণ সিং সংস্থার সদ্য নির্বাচিত সভাপতি সঞ্জয় সিংয়ের কাছে একটি "অনুরোধ" করেছিলেন যাতে জুনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপ ব্রিজভূষণের ঘাঁটি গোন্ডায় অনুষ্ঠিত হয়। এই অনুরোধ পাওয়ার কয়েক মিনিটের মধ্যে সঞ্জয় সিং উত্তরপ্রদেশের গোন্ডায়, ব্রিজ ভূষণের ঘাঁটিতেই ২৮-৩০ প্রতিযোগিতার তারিখ এবং স্থান ঘোষণা করে একটি আদেশ জারি করেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে যে এই সিদ্ধান্তের ফলে প্রেম চাঁদ লোচাব, যিনি গত বৃহস্পতিবার ডব্লিউএফআই-এর সেক্রেটারি-জেনারেল নির্বাচিত হয়েছেন, তিনি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (আইওএ) একটি চিঠি পাঠিয়েছেন যে সিং তাকে না জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন।

এরপরই ক্রিড়া মন্ত্রক "ডব্লিউএফআই-এর নব-নির্বাচিত বোর্ডের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন এবং বোর্ডকে সাসপেণ্ড করেন। মন্ত্রকের এক কর্মকর্তা জানিয়েছেন এই সিদ্ধান্ত WFI এর সকল বিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নেওয়া হয়েছে।

Brij Bhushan Sharan Singh
Advertisment