রবিবার বড় সিদ্ধান্ত নিল ক্রীড়া মন্ত্রক। সঞ্জয় সিংয়ের নেতৃত্বে সম্প্রতি নির্বাচিত নতুন কুস্তি ফেডারেশনের নবনির্বাচিত বোর্ডকে সাসপেন্ড করল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। এর আগে বিজেপি সাংসদ তথা ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সঞ্জয় সিং ফেডারেশনের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সেই ঘটনার পরই সরব হয়েছিলেন অলিম্পিক পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক।
সংবাদমাধ্যমের সামনে চোখের জল ফেলে তিনি কুস্তিকে বিদায় জানান তিনি। পরে অলিম্পিক পদক জয়ী বজরং পুনিয়া প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে পদ্মশ্রী পদক ফেলে দিয়ে আসেন। এই সব ঘটনার মাঝে আজ কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক নবনির্বাচিত বোর্ডকে সাসপেন্ড করে। ফেডারেশন প্রসঙ্গে মন্ত্রক বলেছে, 'এখনও মনে হচ্ছে আগের পদাধিকারীরাই ফেডারেশন চালাচ্ছেন'।
সঞ্জয় সিং বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংয়ের ঘনিষ্ঠ। বৃহস্পতিবারই তিনি রেসলিং অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন। তিনি রেসলিং অ্যাসোসিয়েশনের জন্য অনুষ্ঠিত নির্বাচনে ৪৭টি ভোটের মধ্যে ৪০ টি পেয়েছিলেন। যেখানে তার প্রতিদ্বন্দ্বী ও কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক জয়ী অনিতা শিওরান পেয়েছেন মাত্র ৭ ভোট। অনিতাকে সমর্থন করেন সেই সকল কুস্তিগীররা যারা ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। সঞ্জয় সিং এর আগে উত্তরপ্রদেশ রেসলিং অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ছিলেন।
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে, 'নিয়ম লঙ্ঘন করে তড়িঘড়ি প্রতিযোগিতা ঘোষণা করা হয়েছিল কুস্তি ফেডারেশনের তরফ থেকে'। এই আবহে সদ্য নির্বাচিত সভাপতি সঞ্জয় সিং সহ তাঁর সহযোগীদের সাসপেন্ড করলেন অনুরাগ ঠাকুর। ক্রীড়া মন্ত্রক বলেছে যে 'ডব্লিউএফআই সংবিধানের বিধান অনুসরণ না করে' এই সিদ্ধান্ত নিয়েছে। ক্রীড়া মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, 'ডব্লিউএফআইয়ের নবনির্বাচিত কার্যনির্বাহী সংস্থার নেওয়া সিদ্ধান্তগুলি ডাব্লুএফআই এবং জাতীয় ক্রীড়া উন্নয়ন বিধানকে লঙ্ঘন করে'।
সঞ্জয় সিংয়ের সভাপতি হওয়ার প্রতিবাদে বজরং পুনিয়াও তাঁর পদ্মশ্রী ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রী মোদীকে চিঠিও লিখেছেন তিনি। এই তিন কুস্তিগীরের নেতৃত্বে বহু কুস্তিগীর যন্তর মন্তরে ব্রজভূষণের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। এই কুস্তিগীররা ব্রিজ ভূষণের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। এই ঘটনায় এফআইআরও রেজিস্টার করেছে দিল্লি পুলিশ।
ক্রীড়া মন্ত্রক একটি বিবৃতি জারি করে বলেছে যে জাতীয় প্রতিযোগিতাগুলি তাড়াহুড়ো করে ঘোষণা করা হয়েছিল এবং যথাযথ পদ্ধতি অনুসরণ করা হয়নি। ভারতের রেসলিং ফেডারেশনের নবনির্বাচিত সংস্থাকে সাসপেন্ড করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। এই সিদ্ধান্তের পর সঞ্জয় সিং আর WFI-এর সভাপতি থাকবেন না।
বর্তমানে সরকার ইউনিয়নের সকল সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দিয়েছে। ডব্লিউএফআই-এর নবনির্বাচিত সভাপতি, সঞ্জয় সিং, সভাপতি হওয়ার সাথে সাথে, এই বছরের শেষের আগে নন্দিনী নগর, গোন্ডা (ইউপি)-তে অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব-২০ জাতীয় প্রতিযোগিতার ঘোষণা করা হয়। ক্রীড়া মন্ত্রক একটি বিবৃতি জারি করে বলেছে যে জাতীয় প্রতিযোগিতাগুলি তাড়াহুড়ো করে ঘোষণা করা হয়েছিল এবং যথাযথ পদ্ধতি অনুসরণ করা হয়নি।
সরকার স্বীকার করেছে যে ডব্লিউএফআইয়ের নতুন সভাপতির সিদ্ধান্ত নিয়মবিরোধী। ক্রীড়া মন্ত্রক উদ্ধৃত করেছে যে নবনির্বাচিত সংস্থার সভাপতি - সঞ্জয় কুমার সিং - ২১ ডিসেম্বর ঘোষণা করেছিলেন যে জুনিয়র জাতীয় প্রতিযোগিতাগুলি এই বছরের শেষের আগে শুরু হবে। এই বিষয়ে, মন্ত্রক বলেছে যে WFI-এর নতুন সভাপতির এই সিদ্ধান্ত নিয়মের পরিপন্থী এবং কারণ কুস্তিগীরদের এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার অন্তত ১৫ দিন আগে জানাতে হবে যাতে তারা তাদের প্রস্তুতি নিতে পারে।
ক্রীড়া মন্ত্রক আরও পর্যবেক্ষণ করেছে যে নবনির্বাচিত সংস্থাটি সম্পূর্ণরূপে পূর্ববর্তী কর্মকর্তাদের নিয়ন্ত্রণে রয়েছে যাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। WFI-কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার সমস্ত কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে।