Advertisment

ভোটে জিতলে বিরাট কোহলিকে আনার প্রতিশ্রুতি, তারপর কী হল?

পঞ্চায়েত ভোটে জিতলে বিরাট কোহলিকে নিয়ে আসার প্রতিশ্রুতি, শেষ পর্যন্ত কী হল?

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli

কোহলিহীন ভারত চাপে থাকবে পাকিস্তানের বিরুদ্ধে: হাসান আলি

অঞ্জলি ঝা

Advertisment

নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে বহু কিছু শুনে থাকেন এ দেশের ভোটাররা। আর ভোটারদের মন জয়ের জন্য নিখরচায় মদ্যপানের ব্যবস্থা থেকে নগদ অর্থ বিতরণ, কোনও কিছুতেই পিছপা হননা এ দেশের ভোটপ্রার্থীরা। তবে মহারাষ্ট্রের এক ঘটনা এসব কিছুকে ছাপিয়ে গেছে।

শিরুরের রামলিঙ্গ গ্রাম পঞ্চায়েতের ভোটে এক সরপঞ্চ পদপ্রার্থী ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি একটি অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে আসবেন। ২৫ মে এক অনুষ্ঠানে হাজির হবেন বিরাট কোহলি, গ্রামে গ্রামে রটিয়ে দেওয়া হয়েছিল এই বার্তা। বিরাট কোহলি ও বিটঠল গণপত ঘাভাতে নামের ওই সরপঞ্চ পদপ্রার্থীর ফেস্টুনে ছেয়ে দেওয়া হয়েছিল গোটা এলাকা।

বিরাট দর্শনের জন্য যাঁরা মুখিয়ে ছিলেন, তাঁদের জন্য কী প্রতীক্ষা করেছিল জানেন? কোহলিকে এ অনুষ্ঠানের জন্য আমন্ত্রণই জানানো হয়নি। এমনকি জানানো হয়নি অনুষ্ঠানের কথাও। জনতাকে বোকা বানানোর জন্য উদ্যোক্তারা যে ব্যবস্থা করেছিলেন তা জানলে চমকে উঠতে হবে।

তাঁরা মঞ্চে হাজির করেন কোহলির মতন দেখতে এক ব্যক্তিকে। ক্যাওটিক নিনজা নামের একটি হ্যান্ডেল থেকে এ নিয়ে প্রথম ট্যুইটটি করা হয়। তারপরেই শুরু হয় এ নিয়ে মাতামাতি।

একজন আবার বিরাটকে গোটা ঘটনা জানিয়ে ট্যুইটে মেনশনও করে দিয়েছেন।

ওই অঞ্চলের এক বাসিন্দা আবার এ ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত করেছেন।

panchayat election Virat Kohli Maharashtra
Advertisment