কোহলি তো বটেই, অন্য কেউই সীমিত ওভারের ক্রিকেটে নেতৃত্বের বিচারে ধোনির ধারেকাছে আসেন না। এমনটাই সাফ জানিয়ে দিলেন, টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। নেতৃত্ব যদি শিল্প হয়, তাহলে মহেন্দ্র সিং ধোনি নির্ঘাত শিল্পী।
সাদা বলের ক্রিকেটে ধোনির অধিনায়কত্ব যেন লোকগাথায় পর্যবসিত। সামনে থেকে যাঁরা ধোনিকে নেতৃত্বেল দিতে দেখেছেন, তাঁরা এখনও শিহরিত। এঁদের মধ্যেই একজন স্বয়ং রবি শাস্ত্রী। তিনি এখন বিশ্বাস করেন ওয়ানডে এবং টি২০-তে সর্বকালের সেরা ক্যাপ্টেন ধোনি। দুই ফরম্যাটেই অধিনায়ক হিসাবে সমস্ত কিছু অর্জন করেছেন মহাতারকা।
আরও পড়ুন: বিশ্বকাপে হার্দিককে বাদ দিয়ে কি কেকেআর তারকা! বড়সড় সমর্থন গাভাসকারেরও
ফ্যান কোডের সঙ্গে আলোচনার সময় রবি শাস্ত্রী জানিয়ে দিলেন, "সাদা বলের ক্রিকেটে ধোনি সর্বকালের সেরা অধিনায়ক। আইসিসি টুর্নামেন্টে ওঁর রেকর্ড দেখুন। জেতেনি এমন কিছু আছে কি? আইপিএল, চ্যাম্পিয়ন্স ট্রফি, দুটো ওয়ার্ল্ড কাপ। সাদা বলের নেতৃত্বে ওঁর ধারেকাছেও কেউ নেই। ও-ই সর্বকালের সেরা। বলা যেতে পারে একদম কিং কং!"
কোন জায়গায় ধোনি অন্যদের থেকে আলাদা, তা-ও খোলসা করেছেন শাস্ত্রী। বলেছেন, "ওঁকে অধিনায়কত্ব করতে দেখলেই বোঝা যায়, পরিস্থিতি যেন একদম ওঁর নিয়ন্ত্রণে। যেমন সিএসকে দলকে দেখলে এমন মনে হয়। হয়ত ও আগ্রাসী ভাবে ছক্কা চার হাঁকায়। তখনও যেন মনে হয় সমস্ত কিছু ধোনির নিয়ন্ত্রণে।"
আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটেই অবসরের পরে ধোনিকে আপাতত দেখা যায় কেবলমাত্র সিএসকের জার্সিতে। আইপিএলে। চলতি সংস্করণেও ধোনির নেতৃত্বে চেন্নাই প্রথম দল হিসেবে প্লে অফে কোয়ালিফাই করেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন