IPL 2025: এবার আইপিএলে কবে, কোথায় খেলবে গুজরাট টাইটান্স, দেখে নিন পুরো সূচি

Check out Gujarat Titans' full schedule for IPL 2025, including match dates, timings, venues, and key player details. আইপিএল ২০২৫-এ পুরো সূচি-সহ গুজরাট টাইটান্সের ব্যাপারে বিস্তারিত তথ্য এখানে দেওয়া হয়েছে।

Check out Gujarat Titans' full schedule for IPL 2025, including match dates, timings, venues, and key player details. আইপিএল ২০২৫-এ পুরো সূচি-সহ গুজরাট টাইটান্সের ব্যাপারে বিস্তারিত তথ্য এখানে দেওয়া হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Gujrat Titans: অনুশীলনের সময় গুজরাট টাইটানসের খেলোয়াড়রা

Gujrat Titans: অনুশীলনের সময় গুজরাট টাইটানসের খেলোয়াড়রা। (ছবি- গুজরাট টাইটানস)

Gujarat Titans' Complete Schedule for IPL 2025: গুজরাট টাইটান্স (GT) ২০২২ সালে তাদের অভিষেক মরশুমেই আইপিএল জিতে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল। ২০২৩ সালে তারা রানার্স-আপ হয়। তবে, ২০২৪ তাদের ভালো কাটেনি। ৮ম স্থানে থেকে দৌড় শেষ করেছে। এবার গুজরাটের ৪র্থ বছর। এবার তারা ফের ভালো ফলাফল করতে মরিয়া।

Advertisment

Click here to view the shared post on Facebook

২০২৪ মরশুমে হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার পর, গুজরাট টাইটান্সের নেতৃত্ব আসে শুভমান গিলের হাতে। অভিজ্ঞতার অভাবে দলটি ভালো পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয় এবং প্রথমবারের মতো প্লে-অফে উঠতেও ব্যর্থ হয়। তাই ২০২৫ মরশুমে গুজরাট দলে বড় পরিবর্তন এনেছে।

গুজরাট টাইটান্সের পূর্ণ সূচি (আইপিএল ২০২৫)

Advertisment
ম্যাচ নংতারিখদিনসময়প্রতিপক্ষভেন্যু
২৫ মার্চমঙ্গলবারসন্ধে ৭:৩০ পাঞ্জাব কিংসআহমেদাবাদ
২৯ মার্চশনিবারসন্ধে ৭:৩০ মুম্বাই ইন্ডিয়ান্সআহমেদাবাদ
২ এপ্রিলবুধবারসন্ধে ৭:৩০ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুবেঙ্গালুরু
৬ এপ্রিলরবিবারসন্ধে ৭:৩০ সানরাইজার্স হায়দ্রাবাদহায়দ্রাবাদ
৯ এপ্রিলবুধবারসন্ধে ৭:৩০ রাজস্থান রয়্যালসআহমেদাবাদ
১২ এপ্রিলশনিবারবিকেল ৩:৩০ লখনউ সুপার জায়ান্টসলখনউ
১৯ এপ্রিলশনিবারবিকেল ৩:৩০ দিল্লি ক্যাপিটালসআহমেদাবাদ
২১ এপ্রিলসোমবারসন্ধে ৭:৩০ কলকাতা নাইট রাইডার্সকলকাতা
২৮ এপ্রিলসোমবারসন্ধে ৭:৩০ রাজস্থান রয়্যালসজয়পুর
১০২ মেশুক্রবারসন্ধে ৭:৩০ সানরাইজার্স হায়দ্রাবাদআহমেদাবাদ
১১৬ মেমঙ্গলবারসন্ধে ৭:৩০ মুম্বাই ইন্ডিয়ান্সমুম্বাই
১২১১ মেরবিবারসন্ধে ৭:৩০ দিল্লি ক্যাপিটালসদিল্লি
১৩১৪ মেবুধবারবিকেল ৩:৩০ লখনউ সুপার জায়ান্টসআহমেদাবাদ
১৪১৮ মেরবিবারবিকেল ৩:৩০ চেন্নাই সুপার কিংসআহমেদাবাদ

আরও পড়ুন-আইপিএলে এলএসজির সূচি, দেখে নিন লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ তালিকা, তারিখ থেকে যাবতীয়

দলে গুরুত্বপূর্ণ পরিবর্তন:

  • রিলিজড খেলোয়াড়: মোহাম্মদ শামি, ডেভিড মিলার, সাই কিশোর, ম্যাথিউ ওয়েড, কেন উইলিয়ামসন।
  • ধরে রাখা খেলোয়াড়: রশিদ খান, শুভমান গিল, সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া, শাহরুখ খান।
  • নতুন খেলোয়াড়: কাগিসো রাবাদা, জস বাটলার, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দার, জেরাল্ড কোটজি, ইশান্ত শর্মা, জয়ন্ত যাদব, গ্লেন ফিলিপস, করিম জানাত, কুলওয়ন্ত খেজরোলিয়া।
cricket IPL Cricket News gujrat Indian Premier League (IPL)