IPL 2025: এবার আইপিএলে কবে, কোথায় খেলবে গুজরাট টাইটান্স, দেখে নিন পুরো সূচি
Check out Gujarat Titans' full schedule for IPL 2025, including match dates, timings, venues, and key player details. আইপিএল ২০২৫-এ পুরো সূচি-সহ গুজরাট টাইটান্সের ব্যাপারে বিস্তারিত তথ্য এখানে দেওয়া হয়েছে।
Check out Gujarat Titans' full schedule for IPL 2025, including match dates, timings, venues, and key player details. আইপিএল ২০২৫-এ পুরো সূচি-সহ গুজরাট টাইটান্সের ব্যাপারে বিস্তারিত তথ্য এখানে দেওয়া হয়েছে।
Gujarat Titans' Complete Schedule for IPL 2025: গুজরাট টাইটান্স (GT) ২০২২ সালে তাদের অভিষেক মরশুমেই আইপিএল জিতে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল। ২০২৩ সালে তারা রানার্স-আপ হয়। তবে, ২০২৪ তাদের ভালো কাটেনি। ৮ম স্থানে থেকে দৌড় শেষ করেছে। এবার গুজরাটের ৪র্থ বছর। এবার তারা ফের ভালো ফলাফল করতে মরিয়া।
২০২৪ মরশুমে হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার পর, গুজরাট টাইটান্সের নেতৃত্ব আসে শুভমান গিলের হাতে। অভিজ্ঞতার অভাবে দলটি ভালো পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয় এবং প্রথমবারের মতো প্লে-অফে উঠতেও ব্যর্থ হয়। তাই ২০২৫ মরশুমে গুজরাট দলে বড় পরিবর্তন এনেছে।