scorecardresearch

পরপর গুলি চালিয়ে মেসিকে নিশানা আততায়ীর! সরাসরি বন্দুকবাজের হুমকি মহাতারকাকে

বন্দুকবাজের সরাসরি হুমকি এবার মেসিকে

পরপর গুলি চালিয়ে মেসিকে নিশানা আততায়ীর! সরাসরি বন্দুকবাজের হুমকি মহাতারকাকে

বন্দুকবাজের পাল্লায় পড়ে গেলেন এবার লিওনেল মেসি। মেসির নিজের শহর রোজারিওয় বন্দুকবাজ প্রকাশ্যে গুলি চালিয়ে সরাসরি হুমকি দিয়ে রাখলেন মেসিকে। পুরো ঘটনাই ঘটেছে রোজারিওর এক সুপার মার্কেটের সামনে। যে সুপার মার্কেটের মালিক মেসির শ্যালক।

সাতসকালে এমন ঘটনায় কেউই আহত হয়নি। তবে কেউ মেসির ওপর কেন হামলায় হুমকি দেবে অথবা তাঁর আত্মীয়ের ইউনিকো সুপার মার্কেটকে কেন টার্গেট করা হবে, তা এখনও স্পষ্ট নয়।

পুরো ঘটনায় শহরের মেয়র পাবলো জাভকিন স্থানীয় প্রশাসনের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন। রাজধানী বুয়েন্স আয়ার্স থেকে ৩০০ কিমি উত্তর পশ্চিমের এই শহরে ইদানিং ড্রাগ মাফিয়াদের উৎপাত বেড়েছে। স্থানীয় প্রশাসন তা নিয়ন্ত্রণ করতে না পারার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: ১.৭৩ কোটির সোনার আইফোন বিশ্বকাপজয়ী ৩৫ আর্জেন্টিনীয়কে! মেসির চোখধাঁধানো উপহারে ছিটকে গেল সবাই

পুলিশের তরফে বলা হয়েছে, দু-জন ব্যক্তি মোটরসাইকেলে এসে ইউনিকো ব্রাঞ্চের সামনে এসে খোলাখুলি গুলির বন্যা বইয়ে দেয়। অন্ততপক্ষে একডজন গুলি চালায় আততায়ীদ্বয়। তারপর একটি গাড়ির পিছনে গোটা গোটা অক্ষরে লিখে দেওয়া হয়, “মেসি, তোমার জন্য অপেক্ষা করছি। জাভকিনও (মেয়র) একজন ড্রাগ ব্যবসায়ী। তাই ও তোমাকে বাঁচাতে পারবে না।”

মাত্র আড়াই মাস আগেই মেসি ৩৬ বছরের ট্রফি খরা কাটিয়ে মেসি দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করেছেন। ঘটনা হল, মেসি দেশে খুব কমই থাকেন। বর্তমানে পিএসজিতে খেলেন মহাতারকা। তবে মাঝেসাঝে দেশে ফিরলে রোজারিওয় কয়েকদিন কাটিয়ে যান।

শহরের মেয়র জাভকিন গোটা ঘটনায় দায়ী করেছেন শহরের প্রশাসন এবং গ্যাংস্টারদের। তিনি বলছেন, বারেবারেই রোজারিওয় দুষ্কৃতীদের হামলার ঘটনা ঘটছে। এখনও পর্যন্ত এই ঘটনার বাড়বাড়ন্ত এড়াতে কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ আধিকারিকরা। একাধিক বৈঠকেও তিনি এই প্রসঙ্গ উত্থাপন করেছেন।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Gunmen attack lionel messis relative store in argentina rosario threatens footballer