Advertisment

অদ্ভুত মিল ধোনি-গুরপ্রীতে, জানা গেল মঙ্গলবার

২০১১ সালে কেরিয়ারের শুরু থেকেই জাতীয় দলের নির্ভরযোগ্য গোলকিপার গুরপ্রীত। প্রথম ভারতীয় ফুটবলার হিসাবে নরওয়ের স্টাব্যাক এফসির হয়ে ইউরোপা লিগ খেলার কৃতিত্বও অর্জন করেছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গুরপ্রীত সিং ও মহেন্দ্র সিং ধোনি। একজন জাতীয় দলের একনম্বর গোলকিপার। দেশে বিদেশে গোলকিপার হিসাবে একাধিক কীর্তি গড়েছেন। অন্যজন মহেন্দ্র সিং ধোনি। মহাতারকা। নতুন করে যাঁর পরিচয় দেওয়ার কোনো মানেই হয় না।

Advertisment

যাইহোক, গুরপ্রীত ও মহেন্দ্র সিং ধোনির মধ্যে অদ্ভুত এক সাদৃশ্য রয়েছে। মঙ্গলবারের আগে যা জানাই যেত না গুরপ্রীত টুইট না করলে।

আসলে মহেন্দ্র সিং ধোনি কেরিয়ারের শুরুতে গোলকিপার হতে চেয়েছিলেন। পরে কোচের পরামর্শে উইকেটকিপার হয়ে যান। ফুটবলার থেকে ধোনির ক্রিকেটে রূপান্তরের ঘটনা অনেকেও অবহিত ধোনির বায়োপিকের সৌজন্যে।

তবে এর উল্টোটাই ঘটেছে গুরপ্রীত সিং সাধুর ক্ষেত্রে। প্রথমে তিনি ফুটবলার নয়, ক্রিকেটার হতে চেয়েছিলেন। সেই অজানা তথ্য জানিয়েই মঙ্গলবার তিনি টুইট করেন।

সেই টুইটে দেখা যাচ্ছে, গুরপ্রীত সাদা পোশাকে ক্রিকেটের সরঞ্জাম ভর্তি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এই ছবি শেয়ার করেই গুরপ্রীত লিখেছেন, "ধোনি গোলকিপার হতে চেয়েছিলেন। আমার পরিকল্পনাও অন্য কিছু ছিল।"

২০১১ সালে কেরিয়ারের শুরু থেকেই জাতীয় দলের নির্ভরযোগ্য গোলকিপার গুরপ্রীত। প্রথম ভারতীয় ফুটবলার হিসাবে নরওয়ের স্টাব্যাক এফসির হয়ে ইউরোপা লিগ খেলার কৃতিত্বও অর্জন করেছেন তিনি। বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে গতবছর কাতারের বিরুদ্ধে একাই গোলপোস্টের নীচে মহীরুহ হয়ে আটকে দিয়েছিলেন এশীয় চ্যাম্পিয়নদের যাবতীয় আক্রমণের ঢেউ। সেই ম্যাচে গুরপ্রীতের পারফরম্যান্স আন্তর্জাতিক ফুটবলেও সমাদৃত হয়।

Indian Football MS DHONI
Advertisment