আইপিএলের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। তবে আইপিএলের আবহ শুরু হয়ে যাচ্ছে গুয়াহাটিতে ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টি২০-র মাধ্যমেই। এমনটাই জানিয়ে দিয়েছেন আসাম ক্রিকেট সংস্থার সচিব দেবজিৎ সইকিয়া। তাঁর বক্তব্য মালিঙ্গা বনাম কোহলিদের দ্বৈরথই আসলে আইপিএলের সূচনা।
তিনি জানিয়েছেন, আসাম ক্রিকেট সংস্থা আসন্ন আইপিএলের কিছু ম্যাচ আয়োজন করতে চাইছে। রাজস্থান রয়্যালস আসাম ক্রিকেট সংস্থার আবেদনে সাড়া দিয়ে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, আসামে তাঁরা দুটো হোম ম্যাচ খেলবে।
আন্তর্জাতিক টি২০ ম্যাচের আগে সাইকিয়া সংবাদিকদের জানিয়ে দিয়েছেন, "ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টি২০ ম্যাচ আসামের জনতার কাছে নতুন বছরের উপহার। টি২০ ক্রিকেটে দু-দলই শীর্ষস্থানীয়। এটা আদতে আইপিএলের সূচনা-ম্য়াচও বটে।"
এর পরে তাঁর সংযোজন, "এসিএ আন্তরিকভাবে আইপিএল ম্যাচ আয়োজনে পক্ষপাতী। বোর্ডের কাছে ইতিমধ্যেই আমরা নিজেদের ইচ্ছার কথা জানিয়েছি। যদি এই ম্যাচ ঠিকঠাক আয়োজন করা সম্ভব হয়, তাহলে আইপিএলের জন্য আরও ভালভাবে ঝাঁপাবো আমরা।" রাজস্থান রয়্যালস যে আসাম ক্রিকেট সংস্থার আবেদনে সাড়া দিয়েছে, সেই বার্তা দিয়ে সইকিয়া বলেছেন, "রাজস্থান রয়্যালস ইতিমধ্যেই জানিয়েছে, তারা এখানে দুটো হোম ম্যাচ খেলবে। এছাড়া ভারত-শ্রীলঙ্কা ম্যাচে পর্যাপ্ত বিনোদনের আয়োজন করা হচ্ছে।"
শ্রীলঙ্কা টি২০ স্কোয়াড- লাসিথ মালিঙ্গা, দানুষ্কা গুণতিলকে, আভিষ্কা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দাসুন শানাকা, কুশল পেরেরা, নিরোশান ডিকওয়েলা, ধনঞ্জয় ডিসিলভা, ইসুরু উদানা, ভানুকা রাজাপক্ষে, ওশাদা ফার্নান্দো, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, কুশল মেন্ডিস, লক্ষণ সান্দাকান এবং কাসুন রাজিথা
ভারত টি২০ স্কোয়াড- বিরাট কোহলি, শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, সঞ্জু স্যামসন, ঋষভ পন্থ, শিবম দুবে, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ চাহাল, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, নভদীপ সাইনি, জসপ্রীত বুমরা, ওয়াশিংটন সুন্দর