Advertisment

বৃষ্টিতে ধুয়ে যেতে পারে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচ

গত রবিবার ফ্লোরিডাতেও বৃষ্টি থাবা বসিয়েছিল ম্য়াচে। ভারতের ১৬৭ রান তাড়া করতে নেমে ১৫.৩ ওভারে উইন্ডিজ ৪ উইকেট হারিয়ে ৯৮ রান তুলেছিল। তারপরই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
guyana-weather-forecast-today-india-vs-west-indies-3rd-t20i-

বৃষ্টিতে ধুয়ে যেতে পারে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচ

Guyana Weather Forecast Today, India vs West Indies 3rd T20I: আর কয়েক ঘণ্টা পরেই গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার তিন ম্য়াচের টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্য়াচ। ইতিমধ্য়েই ফ্লোরিডার লডারহিলে প্রথম দু'টো ম্য়াচ জিতে ভারত সিরিজ পকেটে পুরে ফেলেছে। আজ হোয়াইটওয়াশ করার লক্ষ্য়ে নামবে ভারত। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে যে, গায়ানায় দফায় দফায় বৃষ্টি হতে পারে এদিন। এমনকী বৃষ্টিতে ম্য়াচ ধুয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে।

Advertisment

 

কী বলছে গায়ানার আবহাওয়ার পূর্বাভাস?

এই মুহূর্তে গায়ানার তাপমাত্রা ২৬ ডিগ্রি সেন্টিগ্রেড। সকালের দিকেও বৃষ্টি হয়েছে। অ্যাকুওয়েদারের রিপোর্ট বলছে খেলা এক ঘণ্টা দেরিতেও শুরু হতে পারে বৃষ্টির জন্য়। দিনের শেষভাগটাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিতে পুরোপুরি ধুয়ে যাওয়ার কথাও অস্বীকার করা যায় না। গ্রাউন্ডসমেনদের জন্য়ও কাজটা কঠিন হতে চলেছে। কারণ বারবার পিচে কভার দেওয়া আর সরানোর কাজেই ব্য়স্ত থাকতে হবে তাঁদের।

আরও পড়ুন: চার পরিবর্তন ঘটিয়ে আজ মাঠে কোহলিরা, জানুন প্রথম একাদশ কী হতে চলেছে

কী বলছে পিচ রিপোর্ট?

২০১০ সালের পর একটিও টি-২০ ম্য়াচ খেলা হয়নি গায়ানায়। পিচ কিছুটা মন্থর এবং স্পিন সহায়ক। এই সিরিজে ওয়াশিংটন সুন্দর, ক্রুনাল পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা নজর কেড়েছেন। সম্ভবত কোহলি আজ তাঁর তিন স্পিনারকেই প্রথম একাদশে রাখতে পারেন।

গত রবিবার ফ্লোরিডাতেও বৃষ্টি থাবা বসিয়েছিল ম্য়াচে। ভারতের ১৬৭ রান তাড়া করতে নেমে ১৫.৩ ওভারে উইন্ডিজ ৪ উইকেট হারিয়ে ৯৮ রান তুলেছিল। তারপরই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। ক্য়ারিবিয়ানদের জয়ের জন্য় ২৭ বলে ৭০ রান প্রয়োজন ছিল। ডাকওয়ার্থ-লুইস নিয়মে ক্য়ারিবিয়ানদের জয়ের জন্য় পার স্কোর ছিল ১২০। কিন্তু সেই রানে পৌঁছাতে না-পারায় ভারতকে ২২ রানে জয়ী ঘোষণা করা হয়।

India West Indies
Advertisment