Advertisment

Hanuma Vihari: রাজনীতিবিদের সঙ্গে ক্রিকেটারের কাদা ছোঁড়াছুড়ি হচ্ছে! টিম ইন্ডিয়ার তারকার বিতর্কে ঝড় প্রাক্তনীর

Hanuma Vihari controversy: হনুমা অভিযোগ করেছেন, অন্ধ্রপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন তাঁকে দলের অধিনায়ক পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করেছে। কারণ, তিনি এক ক্রিকেটারের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। ওই ক্রিকেটার আবার এক রাজনীতিবিদের ছেলে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Hanuma Bihar, Team India

Hanuma Bihar-Team India: বঞ্চনার জবাব দিতে চান হনুমা। (ছবি- এক্সপ্রেস)

Hanuma Vihari Row: হনুমা বিহারির সঙ্গে অন্ধ্রপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিতর্ক 'কাদা ছোড়াছুড়ি'র পর্যায়ে চলে গেছে। এমনটাই মনে করছে ক্রিকেট মহল। তবে, ক্রিকেট বিশেষজ্ঞরা এই কাদা ছোড়াছুড়ির ঘটনায় হনুমা বিহারির পাশেই দাঁড়িয়েছেন। তাঁরা মনে করছেন, দুই পক্ষের এই গন্ডগোলে কেউ যদি সঠিক কথা বলে থাকেন, তবে হনুমাই বলছেন।

Advertisment

এই গন্ডগোলের সূত্রপাত হনুমার অভিযোগের ভিত্তিতে। হনুমা অভিযোগ করেছেন, অন্ধ্রপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন তাঁকে দলের অধিনায়ক পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করেছে। কারণ, তিনি এক ক্রিকেটারের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। ওই ক্রিকেটার আবার এক রাজনীতিবিদের ছেলে। তার জেরেই তাঁকে পদত্যাগ করতে বাধ্য করা হয় বলে অভিযোগ করেছেন হনুমা।

এপ্রসঙ্গে মুখ খুলেছেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি বলেছেন, 'দুই পক্ষই কাদা ছোড়াছুড়ি করছে। দোষারোপের পালা দুদিক থেকেই চলছে। তারপরও হনুমা বিহারির পাশেই থাকব। কারণ, হনুমা কোনও সাধারণ খেলোয়াড় নন। যখন হাড় ভেঙে গিয়েছিল, তখনও হনুমা অন্ধ্রের হয়ে ব্যাট করেছে। অন্ধ্রকে যোগ্যতাপর্বে যোগ্যতা অর্জন করিয়েছে। গোটা দলকে একজোট করেছে। ওর ওপর আমার বিরাট শ্রদ্ধা আছে। সিডনি ম্যাচেও তো ছেঁড়া হ্যামস্ট্রিং নিয়ে খেলল। নিজের কেরিয়ারকে বাজি রেখে হাড় ভেঙে যাওয়ার পরে অন্ধ্রের হয়ে একহাতে ব্যাট করেছে। আমি হনুমার কথাই বিশ্বাস করছি।'

তবে, আকাশ চোপড়া যাঁর পাশেই থাকুন না কেন, অন্ধ্রপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ) কিন্তু হনুমা ইস্যুতে পিছোতে নারাজ। তারকা ক্রিকেটারের বিরুদ্ধে সুর চড়িয়ে এসিএ বলেছে, 'খেলোয়াড়রা, আর তারও আগে টিম ম্যানেজার অন্ধ্রপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে অভিযোগ করেছিলেন যে সৈয়দ মুশতাক আলি টুর্নামেন্টের সময় হনুমা বিহারি অশ্লীল ভাষা ব্যবহার করেছিলেন। সহ খেলোয়াড়দের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। হনুমার জন্য দলের খেলোয়াড়দের মধ্যে বিভেদ তৈরি হয়ে গিয়েছিল।'

আরও পড়ুন- বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাতিল! আর কি জাতীয় দলে খেলতে পারবেন শ্রেয়স-ঈশান, কী বলছে নিয়ম

হনুমা অবশ্য তাঁর সমর্থনে দলের বেশ কয়েকজন ক্রিকেটারের স্বাক্ষর করা অভিযোগের প্রতিলিপি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। তারপরও অন্ধ্রপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, হনুমানর অভিযোগ মানতে নারাজ। উলটে, ওই অভিযোগপত্র মাছি তাড়ানোর কায়দায় উড়িয়ে দিয়ে অন্ধ্রপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন দাবি করেছে, ওই অভিযোগপত্র অন্ধ্রপ্রদেশ দলের ক্রিকেটারদের একাংশকে দিয়ে জোর করে লেখানো হয়েছে। আর, সেই জোর-জবরদস্তি করেছেন চোখের বালি, হনুমাই।

cricket Andhra Pradesh Ranji Trophy Cricket News
Advertisment