Virat Kohli Birthday: সাধে বলে 'রাজার রাজা'? এই ১০ রেকর্ডই কোহলিকে করেছে 'বিরাট'

Virat Kohli Birthday: বিরাট কোহলির ৩৭তম জন্মদিনে ফিরে দেখা তাঁর ১০টি অবিশ্বাস্য বিশ্বরেকর্ড, যা প্রমাণ করে কেন তাঁকে বলা হয় ক্রিকেটের 'কিং'। জেনে নিন তাঁর সাফল্যের কিস্সা।

Virat Kohli Birthday: বিরাট কোহলির ৩৭তম জন্মদিনে ফিরে দেখা তাঁর ১০টি অবিশ্বাস্য বিশ্বরেকর্ড, যা প্রমাণ করে কেন তাঁকে বলা হয় ক্রিকেটের 'কিং'। জেনে নিন তাঁর সাফল্যের কিস্সা।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Virat Kohli: বিরাট কোহলিকে শুভেচ্ছার বন্যায় ভাসিয়ে দিয়েছেন ভক্তরা।

Virat Kohli: বিরাট কোহলিকে শুভেচ্ছার বন্যায় ভাসিয়ে দিয়েছেন ভক্তরা।

Virat Kohli Birthday: আজ, ৫ নভেম্বর, ভারতের ক্রিকেট ইতিহাসের এক অবিস্মরণীয় দিন — কারণ এই দিনেই জন্ম নিয়েছিলেন আধুনিক ক্রিকেটের সম্রাট বিরাট কোহলি। ১৯৮৮ সালে দিল্লিতে জন্ম নেওয়া এই ডানহাতি ব্যাটসম্যান আজ ৩৭ বছরে পা দিলেন। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে তিনি যেভাবে রানের পাহাড় গড়েছেন, তা ভারতীয় ক্রিকেটকে পৌঁছে দিয়েছে এক নতুন উচ্চতায়।

Advertisment

বিরাট কোহলির নামের পাশে এখন এমন সব রেকর্ড আছে, যা হয়তো আমাদের জীবদ্দশায় কেউ ভাঙতে পারবেন না। তিনি শুধু একজন ক্রিকেটার নন, বরং এক অনুপ্রেরণার নাম।

কোহলির কয়েকটি রেকর্ড দেখে নেওয়া যাক

১) সর্বাধিক ওডিআই (ODI) শতক, ৫১টি সেঞ্চুরি
বিরাট কোহলি বর্তমানে ওয়ানডেতে ৫১টি শতরান করেছেন। এই রেকর্ডের ধারে-কাছে এখনও কেউ নেই। সক্রিয় কোনও খেলোয়াড়ের পক্ষে এই রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব।    

Advertisment

আরও পড়ুন- বিশ্ব কাঁপানো তারকা ক্রিকেটার, খেলেছেন ফুটবল বিশ্বকাপও! এই ৫ রেকর্ড না জানলে চরম মিস

২) রান তাড়া করার সময় সর্বাধিক ৫০-এর বেশি স্কোর (৭০টি)
কোহলি মানেই 'চেজ মাস্টার'। ভারতের যখনই টার্গেট বড় হয়, তিনি মাঠে থাকলে জয়ের একটা ভরসা থাকে। এই রেকর্ডই তাঁর ঠান্ডা মাথার প্রমাণ।

আরও পড়ুন- বিশ্বজয়ী রিচা-হরমনপ্রীতরা, সৌরভের পুরনো মন্তব্যে আগুন নেটদুনিয়ায়! সেদিন ঠিক কী বলেছিলেন মহারাজ?

৩) একদিনের ক্রিকেটে (ODI) সবচেয়ে দ্রুত, ১৭৫ ইনিংসে ৮,০০০ রান 
অবিশ্বাস্য হলেও সত্যি, মাত্র ১৭৫ ইনিংসে কোহলি পৌঁছেছিলেন ৮ হাজার রানে — যা ইতিহাসে দ্রুততম।

আরও পড়ুন- 'মেয়ে হয়ে ক্রিকেট খেলো না...', সহজ ছিল না রাস্তা, কাঁদিয়ে দেবে এই তারকা ক্রিকেটারের সাফল্যের গল্প

৪) একদিনের ক্রিকেটে সবচেয়ে দ্রুত, ১৯৪ ইনিংসে ৯,০০০ রান 
১৯ ইনিংসের মধ্যেই ছুঁয়েছিলেন ৯ হাজারের মাইলফলক। ধারাবাহিকতার অন্য নাম বিরাট কোহলি।

আরও পড়ুন- বৈভবের তাণ্ডব থেকে স্মৃতির পদস্খলন! একনজরে দিনের সেরা ৫ খেলার খবর

৫) একদিনের ম্যাচে সবচেয়ে দ্রুত, ২০৫ ইনিংসে ১০,০০০ রান
এই রেকর্ডে তিনি ছাড়িয়ে গিয়েছিলেন শচীন তেন্ডুলকরকেও।

৬) একদিনের ম্যাচে সবচেয়ে দ্রুত, ২২২ ইনিংসে ১১,০০০ রান
রান তোলা যেন তাঁর অভ্যাসে পরিণত হয়েছিল। প্রতিটি ম্যাচেই রেকর্ড তৈরি করা ছিল তাঁর স্বভাব।

৭) একদিনের ম্যাচে ২৪২ ইনিংসে সবচেয়ে দ্রুত ১২,০০০ রান 
মাত্র কয়েক বছরের ব্যবধানে তিনি তৈরি করেছেন নতুন ইতিহাস।

৮) সবচেয়ে দ্রুত, ২৬৭ ইনিংসে (ODI) ১৩,০০০  রান 
বিরাটের ধারাবাহিকতা এখানেও অটুট।

৯) একদিনের ক্রিকেটে (ODI) সবচেয়ে দ্রুত ২৮৭ ইনিংসে ১৪,০০০  রান
মাত্র তিন জন ক্রিকেটার এই রেকর্ডের মালিক এবং তাঁদের মধ্যে সবচেয়ে দ্রুত রেকর্ডের শীর্ষে পৌঁছেছেন কোহলি।

১০) এক বিশ্বকাপ আসরে সর্বাধিক ৭৬৫ (২০২৩) রান
২০২৩ সালের বিশ্বকাপে তিনি করেছিলেন সর্বাধিক ৭৬৫ রান। এই পারফরম্যান্সই তাঁকে 'কিং অফ ক্রিকেট (King of Cricket)' হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বিরাট কোহলি শুধু রানের জন্যই বিখ্যাত নন। তাঁর ফিটনেস, মানসিক দৃঢ়তা এবং দেশের প্রতি ভালোবাসাও তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। তিনি হয়তো আগামী ২-৩ বছর খেলবেন, কিন্তু তাঁর উত্তরাধিকার থাকবে চিরকাল। আজ তাঁর জন্মদিনে আমরা শুধু একজন ক্রিকেটারের নয়, এক যুগনায়কের জন্মদিবস উদযাপন করছি।

Birthday Virat Kohli