Advertisment

ফের বাবা হলেন হরভজন! স্ত্রী গীতা বসরার কোল আলো করে এল পুত্রসন্তান

দ্বিতীয়বার বাবা হচ্ছেন হরভজন সিং। ইনস্টাগ্রামও পোস্ট করে তিনি জানালেন পুত্র সন্তানের পিতা হয়েছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দ্বিতীয়বার বাবা হচ্ছেন হরভজন সিং। শনিবারই ইনস্টাগ্রামে জানালেন পুত্র সন্তানের পিতা হয়েছেন তিনি। সন্তানসম্ভবা ছিলেন অভিনেত্রী গীতা বসরা। এদিন হরভজন জানান, সদ্যজাত এবং মা দুজনেই সুস্থ আছেন।

Advertisment

যাঁরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের কাছে ভাজ্জি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। হরভজন ইনস্টাগ্রামে লেখেন, "ছোট্ট নতুন হাত, আমাদের হাত ধরার অপেক্ষায়। তার ভালোবাসা সুবিশাল, সোনার মত মূল্যবান। দুরন্ত উপহারের মত স্পেশ্যাল এবং মিষ্টি। আমাদের হৃদয় পরিপূর্ণ হয়ে রয়েছে। আমাদের জীবনও পরিপূর্ণ।"

আরো পড়ুন: করোনার বিপজ্জনক প্রজাতিতে ছারখার লঙ্কান শিবির! চরম আতঙ্কে ঘুম উড়ল ধাওয়ানদের

"ঈশ্বরকে ধন্যবাদ পুত্র সন্তানকে আশীর্বাদ করে পাঠানোর জন্য। গীতা এবং খুদে দুজনেই ভাল রয়েছে। আমরা শুভেচ্ছাবার্তায় অভিভূত। সারাক্ষণ ভালোবাসা এবং সমর্থন জোগানোর জন্য আমরা কৃতজ্ঞতা জানাতে চাই।" লিখেছেন হরভজন।

হরভজনের সঙ্গে গীতা বসরার ২০১৫ সালে বিয়ে হয়। দুজনের চার বছরের এক কন্যা সন্তানও রয়েছে- হিনায়া হীর প্লাহা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cricket Harbhajan Singh Sports News Cricket News
Advertisment