আইপিএলে হয়ত ভবিষ্যতে দেখা যাবে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ধোনি আর না-ও খেলতে পারেন। এমনই বড়সড় আশঙ্কার কথা শোনালেন স্বয়ং হরভজন সিং। রোহিত শর্মার সঙ্গে ইনস্টাগ্রামের লাইভ চ্যাট সেশনে ভাজ্জি জানিয়ে দিলেন, গত বিশ্বকাপেই হয়ত ধোনি নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন।
হরভজন বলছিলেন, "চেন্নাই সুপার কিংসের ক্যাম্পে যখন ছিলাম তখন অনেকেই আমাকে জিজ্ঞাসা করতেন জাতীয় দলের জার্সিতে ধোনি এখনও খেলবেন কিনা। ধোনির ভবিষৎ নিয়ে অনেকেই প্রশ্ন করত। আমি তাদের জানিয়েছিলাম, আমি জানি না। ও যাই করুক সেটা একান্ত ওর সিদ্ধান্ত হতে চলেছে।"
পাশাপাশি মিস্টার টারবুনেটর আরো জানিয়েছেন, "ধোনি ১০০ শতাংশ আইপিএল খেলতে চায়। তবে জানা প্রয়োজন ও জাতীয় দলের জার্সিতে আর খেলতে চায় কিনা। দেশের হয়ে অনেক খেলেছে ও।"
হরভজন এখানেই না থেমে আরো বলেছেন, "ওকে যতটা চিনি, ও মোটেই আর জাতীয় দলের হয়ে খেলতে চায় না। ও সিদ্ধান্ত নিয়েই ফেলেছে বিশ্বকাপে ভারতের শেষ মাচটাই ওর শেষ। এমনটাও অনেকে আমাকে জানিয়েছে।"
রোহিত শর্মার মতামত
এই একই প্রশ্ন যখন লাইভ চ্যাট সেশনে রোহিতকে জিজ্ঞাসা করা হয়, তিনি বলেন এই বিষয়ে তিনি কিছু জানেন না।
রোহিতের বক্তব্য, "এই মুহূর্তে ধোনির কাছে যাওয়া সম্ভব নঈম তবে লকডাউন মিটলে যে কেউ গাড়ি, বাইক অথবা ফ্লাইটে ধোনির বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করতেই পারেন, "আপনি কী করবেন, আপনি কি খেলবেন না ছেড়ে দিয়েছেন।"
সেই সঙ্গে রোহিতের সংযোজন, "আমরা জানিনা ধোনি কী করবে। ওর সঙ্গে বহুদিন কথাও হয়নি। বিশ্বকাপের শেষ ম্যাচ ছিল জুলাইয়ে। তারপর ওর কাছ থেকে কিছু শুনিনি।"
ধোনি জাতীয় দলের জার্সিতে প্রায় এক বছর খেলেননি। একাধিকবার অবসরের কথা উঠলেও ধোনি সেপথে হাঁটেননি। দেশ ও বিদেশের মাটিতে পরপর সিরিজে অনুপস্থিত থেকেছেন তিনি। জাতীয় দলের জার্সিতে ৬মাস না খেলায় কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছেন তিনি। নির্বাচকরা একাধিকবার ভবিষ্যতের কথা বললেও ধোনি জাতীয় দলে ফিরতে চান। আইপিএলে পারফর্ম করেই ফের টিম ইন্ডিয়ায় ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন তিনি। আসন্ন বিশ্বকাপে খেলার মানসিক প্রস্তুতিও সারা ছিল।
তবে এর মধ্যেই করোনা পরিস্থিতিতে আইপিএল পিছিয়ে দেওয়া হয়েছে ১৫ এপ্রিল পর্যন্ত। বিশ্বে প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গোটা বিশ্বে ইতিমধ্যেই ১ লক্ষের কাছাকাছি লোক মারা গিয়েছেন এই ভাইরাসের কবলে পড়ে। প্রায় ১.৫ মিলিয়নের বেশি লোক এখনও লড়াই করছে ভাইরাসে আক্রান্ত হয়ে। এমন অবস্থায় আইপিএল অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। পিছিয়ে গিয়েছে ধোনির প্রত্যাবর্তনও।