Advertisment

Harbhajan Singh on Team India dressing room: ড্রেসিংরুমের খবর বাইরে আসছে কীভাবে, চ্যাপেলের কালো সময়ের বিস্ফোরক তুলনা এবার ভাজ্জির

Harbhajan Singh on Team India dressing room: হরভজন জানিয়ে দিলেন, ভারতীয় দলের ড্রেসিংরুমে বড়সড় ফাটল ধরেছে। এই ঘটনার তীব্র মন্তব্য করেছেন তিনি।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Harbhajan Singh, Paskistan Team, হরভজন সিং, পাকিস্তান দল,

Harbhajan Singh on Team India: টিম ইন্ডিয়া ড্রেসিংরুম নিয়ে মন্তব্য হরভজনের (টুইটার)

Harbhajan Singh on Team India dressing room: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং এবার টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমের পরিবেশ ও সংকট নিয়ে মন্তব্য করলেন। তাও আবার সরাসরি। জানিয়ে দিয়েছেন, দলগত সমস্যাগুলোর কথা মোটেও বাইরে ফাঁস হওয়া উচিত নয় এবং এতে দলের একাত্মতা নষ্ট হতে পারে।

Advertisment

গুরু গ্রেগ চ্যাপেলের কোচিং সময়কালের তীব্র সমালোচনা করেছেন। বিতর্কিত কালো সেই অধ্যায় নিয়ে সমালোচনা করে, হরভজন জানিয়েছেন, সেসময় ড্রেসিং রুমের পরিবেশ উত্তপ্ত ছিল। তিনি এও বলেন যে, দলে সিনিয়র ও জুনিয়র খেলোয়াড়দের প্রতি একই রকম সম্মান থাকা উচিত।

হরভজন বিশ্বাস করেন, একটি শক্তিশালী দল গড়তে অভ্যন্তরীণ সমস্যাগুলি অভ্যন্তরেই সীমাবদ্ধ রাখা উচিত। হরভজন জানিয়েছেন, চ্যাপেলের সময় দলে বিভাজন ও খেলোয়াড়দের মধ্যে দ্বন্দ্বের পরিবেশ তৈরি হয়েছিল। সিনিয়র এবং জুনিয়র খেলোয়াড়দের প্রতি সমান সম্মানের অভাব ছিল। এই ঘটনা ড্রেসিং রুমে উত্তেজনা বাড়িয়ে দিয়েছিল কয়েক গুণ।

"এগুলো নিজেদের মধ্যে সমাধান করা উচিত। এত নাটক কেন? প্রতিটি বাড়িতে ঝগড়া হয় তবে তা বাইরে আসা উচিত নয়। গত ৬-৮ মাস ধরে আমরা অনেক কিছু শুনেছি। আজ যদি অজিত আগরকার বলেন যে লিকগুলি সরফরাজ নয় বরং কোচ করেছেন, তখন কী হবে? পারস্পরিক দোষারোপের কোনও মানে নেই," হরভজন নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন।

Advertisment

হরভজন আরও বলেছেন, দলীয় ঐক্য গড়ে তুলতে এবং সাফল্য আনতে ড্রেসিং রুমের সমস্ত মতবিরোধ আড়ালে রাখা উচিত। তিনি বিশ্বাস করেন, ড্রেসিং রুমের অভ্যন্তরীণ সমস্যা বাইরের দুনিয়ার সামনে আনা উচিত নয়, কারণ এটি দলের মনোবল এবং পারস্পরিক আস্থা নষ্ট করে।

বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের উদ্দেশে হরভজনের বার্তা, খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার পরিবেশ থাকা গুরুত্বপূর্ণ। তিনি এও পরামর্শ দেন যে, কঠিন পরিস্থিতি সামলাতে দলকে অভ্যন্তরীণ সমাধানের ওপর জোর দিতে হবে।

Harbhajan Singh Indian Cricket Team Indian Team India Cricket Team Team-India Team India Greg Chappel Greg Chappell
Advertisment