বিশ্বকাপ ফাইনালের আগে হরভজন সিং একটা টুইট করেছিলেন। ভারতীয় দলের সিনিয়র স্পিনার সেখানে বার্তা দিয়েছিলেন যে, ধর্মীয় দ্বন্দ্ব ছেড়ে ভারতের শেখা উচিত ক্রোয়েশিয়ার থেকে।
আয়তনের দিক থেকে ও জনসংখ্যার বিচারে ভারত-ক্রোয়েশিয়ার কোনও তুলনাই চলে না। উরুগুয়ের পর বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে ক্রোয়েশিয়া ফুটবল বিশ্বকাপ খেলেছে। ৪১ লক্ষ সাত হাজার মানুষের বাস সেখানে। অন্যদিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত। এখানে ১৩৫ কোটি মানুষের ভিড়। ক্রোয়েশিয়া ফুটবল বিশ্বকাপ খেলছে, অথচ ভারত টুর্নামেন্টে কোয়ালিফাই করতে পারে না।
আরও পড়ুন: বিশ্বকাপ জিতল আফ্রিকা, বিগ-বি’র এই টুইটে বিতর্কের ঝড়
लगभग 50 लाख की आबादी वाला देश क्रोएशिया फ़ुटबॉल वर्ल्ड कप का फाइनल खेलेगा
और हम 135 करोड़ लोग हिंदू मुसलमान खेल रहे है।#soch bdlo desh bdlega— Harbhajan Turbanator (@harbhajan_singh) July 15, 2018
হরভজন টুইটারে লিখেছিলেন, “लगभग 50 लाख की आबादी वाला देश क्रोएशिया फ़ुटबॉल वर्ल्ड कप का फाइनल खेलेगा और हम 135 करोड़ लोग हिंदू मुसलमान खेल रहे है।#soch bdlo desh bdlega” (ক্রোয়েশিয়ায় প্রায় ৫০ লক্ষ মানুষের বাস, ওরা বিশ্বকাপ ফাইনাল খেলছে, আমরা ১৩৫ কোটির দেশ হিন্দু-মুসলিম খেলছি। ভাবনা বদলালে, দেশ বদলাবে)
এই টুইটের একদিন পরেই এক বেসরকারি চ্যানেলে দেওয়া সাক্ষাতকারে হরভজন বলছেন তাঁর বার্তাটা ইতিবাচক ভাবেই নেওয়া হোক। তিনি বলছেন, “ এটা দেখে খারাপ লাগে যে, আমাদের এত বড় দেশ , যেখানে একটা খেলার সংস্কৃতি রয়েছে, অথচ আমরা ফুটবল বিশ্বকাপ খেলার থেকে বহু দূরে।’’ এই মুহূর্তে ভাজ্জি ইংল্যান্ডে রয়েছেন। ধারাভাষ্য়কারের ভূমিকাতেই পাওয়া যাচ্ছে তাঁকে।