Advertisment

IPL Final, MI vs CSK: দেশের প্রথম সারির পাঁচতারা হোটেলের বিরুদ্ধে তোপ ভাজ্জির

আইপিএল ফাইনালে নামার কয়েক ঘণ্টা আগেই হরভজন সিং একটা টুইট করেছিলেন। কিন্তু হেভিওয়েট ম্যাচের প্রাক্কালে তাঁর সেই বার্তা খবরের শিরোনামে জায়গা করে নিতে পারেনি। যদিও ফাইনালের পরেই সেই খবর নিয়ে চলছে জোর আলোচনা।

author-image
IE Bangla Web Desk
New Update
Harbhajan Singh miffed with team hotel

দেশের প্রথম সারির পাঁচতারা হোটেলের বিরুদ্ধে তোপ ভাজ্জির

আইপিএল ফাইনালে নামার কয়েক ঘণ্টা আগেই হরভজন সিং একটা টুইট করেছিলেন। কিন্তু হেভিওয়েট ম্যাচের প্রাক্কালে তাঁর সেই বার্তা খবরের শিরোনামে জায়গা করে নিতে পারেনি। যদিও ফাইনালের পরেই সেই খবর নিয়ে চলছে জোর আলোচনা।

Advertisment

হায়দরাবাদে চেন্নাই সুপার কিংসের থাকার জন্য আইটিসি গ্রুপের কাকাতিয়া হোটেলই বেছে নিয়েছিল বিসিসিআই। সেই হোটেলের ব্যবস্থাপনায় বেজায় খেপে গিয়েছেন ভাজ্জি। আইটিসি হোটেলের অফিসিয়াল টুইটার পেজটি ট্যাগ করেই টুইট করেছেন সিএসকে-র সিনিয়র ক্রিকেটার। রীতিমত  ক্ষোভে ফেটে পড়েছেন পাঞ্জাব পুত্তর।

ভাজ্জি লিখলেন, "দেশের অনান্য শহরে আইটিসি-র হোটেলগুলোতে থাকতে ঠিক যতটা ভালবাসি, ততটাই ঘৃণা করি আইটিসি কাকাতিয়ায় থাকতে। এখানে কেউ এটা দেখে না যে, খাবার ঠিক মতো রান্না করা হলো কী হলো না! ডিউটি ম্যানেজার থেকে রুম সার্ভিস, কেউ ফোন করলে কোনও উত্তর দেয় না। মনে হয় তারা অতিথিদের নিয়ে খুব ব্যস্ত।"

এখনও পর্যন্ত ভাজ্জির টুইটে ২৬৬টি রিটুইট হয়েছে। সাড়ে চার হাজার লাইক পেয়েছে পোস্টটি।" এখনও পর্যন্ত সেই হোটেলের পক্ষ থেকে ভাজ্জির অভিযোগের কোনও উত্তর দেওয়া হয়নি। দেশের প্রথম সারির পাঁচতারা হোটেলগুলোর মধ্য়েই ধরা হয়ে আইটিসি-কে। ভাজ্জির এই মন্তব্য তাদের ব্র্যান্ড ভ্যালুতে রীতিমত আঘাত হানল।

IPL Harbhajan Singh Chennai Super Kings
Advertisment